আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
১.একজন গরিব মহিলার প্রথম বিবাহের কিছু দিন পর তিনি প্রেগন্যান্ট হন অতঃপর প্রথম হাজবেন্ড উনাকে ফেলে রেখে চলে যায় । ছেড়ে চলে যাওয়ার পর পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আট বছর । এমতাবস্থায় (৮বছর পর, ডিভোর্স ছাড়াই) তিনি ১ সন্তান সহ ২য় বার বিবাহ বসেন অন্য এক লোকের কাছে (এই ঘরেও একটি ছেলে সন্তান হয়)।
উক্ত মহিলার ২য় হাজবেন্ড মৃত্যু বরণ করেন বছর খানেক পর । তবে মৃত্যুর আগে তিনি নিজের স্ত্রীকে স্ত্রীর প্রথম স্বামীর সাথে বিয়ে দেন তবে সহবাস হয়নি ।
লোকটি আবারো উনাকে ফেলে রেখে চলে যায় ডিভোর্স দেননি এবারো।
উল্লেখ্য যে লোকটা দুই বার-ই এমন ভাবে ছেড়ে চলে গেছে যেভাবে ডিভোর্স হলে যোগাযোগ বন্ধ করে দেয় ,মহিলাটি অসহায় বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন ,তার দুই সন্তান সহ তার এই দুরাবস্থা দেখে একটি লোকের মায়া হয়,তাই তিনি কুরআন ছুঁয়ে শপথ করে উক্ত মহিলাকে বলেন,"আমি তোমাকে এবং তোমার সন্তানদের কোনোদিন ছেড়ে যাবনা, এখন থেকে আমরা দুজন স্বামী-স্ত্রী ।"
সত্যিই বিয়ে হয়ে গেছে ভেবে ৮বছর সংসার করেছেন উনারা !
#এখন প্রশ্ন হচ্ছে যে, মহিলাকে অসহায় অবস্থায় প্রথম স্বামীর ওভাবে বছরের পর বছর ফেলে রেখে যাওয়া পর কি কোনো ডিভোর্সের প্রয়োজন হয়?
যদি ডিভোর্সের প্রয়োজন হয় তাহলে কিভাবে ডিভোর্স দিয়ে হবে?
#কুরআন ছুঁয়ে শপথ করলে কি আদৌ বিয়ে হয়? না হয়ে থাকলে এই লোকটির সাথে বিবাহ কিভাবে বৈধ হবে ?
২.কোনো মহিলা টিচার কি পর্দা (হাত-পা মোজা ছাড়া)করে ১৩-১৪ বছরের ছেলেকে আরবি পড়াতে পারবেন?
উল্লেখ্য যে সেখানে অন্যান্য মেয়ে স্টুডেন্ট থাকবে ৮-৯
বছর বয়সের ।