আমি এবারের এইচএসসি পাস করা একজন ছাত্র। আমাদের ফলাফলে এসএসসির ফলাফল ও যুক্ত হয়েছে। ফলাফল ও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু সমস্যা হলো আমি দুই পরীক্ষাতেই বন্ধুদের থেকে পরীক্ষাগুলোয় সাহায্য নিয়েছি আবার সাহায্য করেছি। এখন খুব অপরাধবোধ লাগছে। তাওবা ও করেছি। এখন বিষয় হলো, আমি ভর্তি পরীক্ষার্থী। মেডিকেলে সহ আরও অনেক পরীক্ষায় এসব পরীক্ষার মার্ক যোগ হয়। যদিও আমাদের ভর্তি পরীক্ষাও দিতে হবে। চান্স পেলে তো সেখানেও এসব পরীক্ষার সার্টিফিকেট জমা দিতে হবে। এগুলো ভেবে খুব টেনশন হচ্ছে। আমার সপ্ন ডাক্তার হবার এবং মানুষের সেবা করার। তাই আমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি।
আমার জন্য পরবর্তী ভর্তি পরীক্ষাসহ সকল অংশগ্রহণ করা, এসব সার্টিফিকেট ব্যবহার করে উচ্চ শিক্ষা গ্রহণ করা, পরবর্তী পরীক্ষায়(সেসবে এস সার্টিফিকেট ব্যবহার হবে) ভালো করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ফলাফল ভালো আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং অন্যদের বলা জায়েজ হবে?
দয়া করে এর সমাধানটা জানাবেন।