হযরত উমর (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِن الله بعث مُحَمَّدًا وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ مِمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى آيَةُ الرَّجْمِ رَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجَمْنَا بَعْدَهُ وَالرَّجْمُ فِي كِتَابِ اللَّهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كانَ الحَبَلُ أَو الِاعْتِرَاف
তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তা’আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সত্য দীনসহ পাঠিয়েছেন এবং তাঁর ওপর কিতাব নাযিল করেছেন, তন্মধ্যে ’রজমের’ আয়াত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন এবং তারপরে আমরাও রজম করেছি। আর রজমের দণ্ড আল্লাহর কিতাবের মাঝে অপরিহার্য সত্য ঐ সমস্ত পুরুষ ও নারীর ওপর যারা বৈবাহিক হওয়া সত্ত্বেও যিনা করে। যখন তা প্রমাণসাপেক্ষ হয় অথবা গর্ভধারিণী হয় অথবা স্বীকারোক্তি দেয়। (বুখারী ৬৮৩০, মুসলিম ১৬৯১, দারিমী ২৩৬৮, তিরমিযী ১৪৩২, ইবনু মাজাহ ২৫৫৩, আহমাদ ৩৯১, ইরওয়া ২৩৩৮,মিশকাত-৩৫৫৭)
ব্যভিচার একটি বড় পাপ, তা কারো সাথেই হোক না কেন, তাই শালীর সাথে ব্যভিচার করা খুবই জঘন্য কাজ এবং গায়রে মাহরাম থেকে এ ধরনের অনৈতিকতা রোধ করার জন্য শরিয়ত পর্দা করার নির্দেশ দিয়েছে
সুতরাং এখন শালীর সামনে পরিপূর্ণ পর্দা করা প্রয়োজন। যাতে আর এমন ঘটনা না ঘটে।
এই কাজের দরুন নিজ স্ত্রীর বিবাহকে প্রভাবিত করেনি, উল্লিখিত ব্যক্তির সাথে তার স্ত্রীর বিবাহ এখনও স্থাপিত আছে, তবে, উল্লিখিত ব্যক্তির জন্য, এই সহবাসের পরে একটি মাসিক অতিবাহিত না হওয়া পর্যন্ত বা গর্ভ ধারন করলে সেক্ষেত্রে গর্ভপাত না হওয়া পর্যন্ত নিজ স্ত্রীর সাথে সহবাস করা জায়েয নয়।
فتاوی شامی:
"وفي الخلاصة: وطئ أخت امرأته لاتحرم عليه امرأته.
(قوله: وفي الخلاصة إلخ) هذا محترز التقييد بالأصول والفروع وقوله: لايحرم أي لاتثبت حرمة المصاهرة، فالمعنى: لاتحرم حرمة مؤبدة، وإلا فتحرم إلى انقضاء عدة الموطوءة لو بشبهة، قال في البحر: لو وطئ أخت امرأة بشبهة تحرم امرأته ما لم تنقض عدة ذات الشبهة، وفي الدراية عن الكامل: لو زنى بإحدى الأختين لايقرب الأخرى حتى تحيض الأخرى حيضةً". (3/ 34، کتاب النکاح، فصل فی المحرمات، ط: سعید)
সারমর্মঃ-
নিজ স্ত্রীর বোনের সাথে সহবাসের কারনে নিজ স্ত্রী হারাম হয়ে যাবেনা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি A বোনের স্বামী এবং B বোনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েও থাকে,তবুও A বোনের বিবাহ বহাল রয়েছে।
এবং পরিপূর্ণ পর্দা ও দূরত্ব অবলম্বন করা প্রয়োজন। যাতে পরবর্তীতে আর এহেন ঘটনা না ঘটে।