১/ আসলে আমি কয়েক দিন ধরে মানে কয়েকদিন পর পর শুধু স্বপ্নে দেখছি আকাশে বিমান উড়ছে বিভিন্ন ভাবে। PIU
২/ আসসালামু আলাইকুম
আচ্ছা কালো যাদু করাতো শির্ক, যে ব্যক্তি কালো যাদু করে ঐ ব্যক্তির জন্য কি হেদায়েত এর দুয়া করা যাবে?
Fatima- 2
৩/ আসসালামু আলাইকুম আপু।আমরা মোট পাঁচ ভাইবোন।চার ভাই এক বোন।মানে মেয়ে শুধু আমি।আমার প্রশ্ন হলো আমি বাবার সম্পত্তি ঠিক কতটুকু পাব?কোরআন এবং হাদীসের আলোকে।
Rubina-2
৪/ আমার দেবর মারা গেছে প্রায় ২ মাস হতে চললো।।
ওর কোনো বাচ্চা হয়নি।
ওর স্ত্রী ৪ দিন পরেই চলে গেছে,,,,,
আমার দেবর ব্যাংকে ২০ লাখ টাকা রাখছে ওর স্ত্রী কে নমিনি দিয়ে,যেটা চাইলেও আমরা উঠাতে পারছি না।
দেনমোহর ছিল ২ লাখ।
এবং সেটা আমার দেবর দিয়েছিল।
আমাদের কাছে কোনো প্রমাণ নেই।দেবর আমার শাশুড়ি কে বলেছিল,এবং জা আমাকে বলেছিলো,কিন্তু এখন স্বীকার করতেছে না।
এখন আমাদের জায়গা জমি থেকে ওর স্ত্রী কতটুকু পাবে??
ওর স্ত্রী কিন্তু অন্য জায়গায় বিয়ে করবে।
আমরা সবাই খুব রিকোয়েস্ট করেছিলাম যেন ইদ্দত এর সময়টা ওর স্বামী রুমে বা বাসায় থাকে,,,কিন্তু ও থাকেনি।
~রায়হান নাফিসের আম্মু।
৫/ আমি মোনাজতে সবার জন্য দোয়া করলেও আমার প্রাক্তন স্বামীর জন্য করতে পারিনা চোখে পানি আইসা পরে মাঝে মধ্যে বেশি কষ্টে বলে ফেলি ওই যেন কখনো সুখি না হয় এতে কি আমার পাপ হবে?
Shanta