আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আমার ১৬ বছর বয়সে গত ৩বছর আগে বিয়ে হয়েছে।উনি পড়াশুনা করছেন।আমার বাবার একান্ত পছন্দের ছিলেন,ভালো মানুষ।সেই হিসেবেই আমার বাবা বিয়ে দিয়েছেন। আমার হাসবেন্ডের বাড়িতে আমি থাকার জন্য একটি রুম নেই।আর পর্দার পরিবেশ রান্নাঘর হতে ওয়াশরুম,কোথাও নেই। বিয়ের সময় তিনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেন।আমার বাবার কথা এক্টাই ছিল,পরিশ্রমী ছেলেদের একটা সময় রিজিকের ব্যবস্থা হয়েই যায়।মেয়েকে আমি ছেলের চাকরি না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখবো।৩-৪ বছর।
আমি আমার বিয়েতে শুরুতে রাজী ছিলাম না লোকলজ্জায়।৷ পরবর্তীতে মেনে নিলেও মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছে।আমার হাসবেন্ডকে আমি পছন্দ করতাম না কিন্তু আল্লাহর ভয়েই দূরেও সরে যেতাম না।এভাবেই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আল্লাহ ভালোবাসা তৈরী করে দেন।৷ বর্তমানে আমার ১৯মাসের বাচ্চা আছে।পর্দার জন্য জেনারেল পড়াশুনা ছেড়ে দেই। যেহেতু বাচ্চা সহ বাবার বাসাতেই আছি আর বিয়ের পর থেকেই ছিলাম তাই সব যায়গায় হৈ হৈ পড়ে গিয়েছিল,আমি যিনা করে বিয়ে করেছি!আমার বাবা মা সেটা ঢাকতে নিজেরা বিয়ে দিয়েছেন বলে চালাচ্ছেন! যাহোক,এসবের জন্য আমি প্রচুর ডিপ্রেশনে ছিলাম।অন্য দিকে স্বামীর বাড়ির মানুষ খুব একটা ভালোনা।আমি কিছুই পাইনি তাদের কাছ থেকে। সবমিলিয়ে দিনশেষে স্বামীর কাছে একটু মানসিক প্রশান্তি চাচ্ছিলাম।তিনি মাসে ১ বা ২দিনের জন্য আসেন।কিন্তু আমাকে খুব একটা সময় দেন না।মোবাইল নয়তো ঘুমানো,নয়তো অন্য কারো সাথে কথা বলেন,নয়তো বাইরে ঘুরেন। রাতেও আমার বিপরীতে পাশ ফিরে ঘুমান। শারিরীক মেলামেশা হয় মাঝে মাঝে কিন্তু এছাড়া এর বাইরে উনি কোনো কথা বলা বা কিছুই পছন্দ করেন না।আমি উনার সাথে বই পড়েও সময় কাটাতে চেয়েছি কিন্তু তাতেও তিনি রেগে গিয়েছেন।তিনি নাকি আমার সাথে কী বলবেন কী বলবেন কিছুই খুজে পান না।অথচ ঘরে ৪দেয়ালে বন্দী থেকে আমার উনার জন্য অনেক কষ্ট হয়।উনি আমাকে বলেন,কাজের মাঝে আমাকে ভেবেই তিনি আনন্দ পান।আলাদা কথা বলার প্রয়োজন বোধ করেন না।আমি নাকি আমার নিজের মত ভালোবাসা পেতে চাই,এটা নাকি উনার উপর বোঝা চাপিয়ে দেয়ার মত হয়ে যায়।এবং আমি উনাকে এসব নিয়ে অভিযোগ করলেও উনি বলেন, এতে নাকি উনি কষ্ট পান। আমার কষ্টটা সেখানেই,তিনি আমাকে সময় না দিতে পারলে বিনয়ী থাকুক,সরি বলুক যে তিনি আসলে আমি কষ্ট পাবো তা চান নি! তাতেও আমার কিছুটা স্বস্তি লাগতো। কিন্তু তিনি তাও করতে চান না।
আমি এসব নিয়ে অনেক ডিপ্রেশনে আছি ২বছরের মত।অনেকবারই অভিমান করতে গিয়ে উলটো ভুল বুঝাবুঝি হয়েছে।সালাতে আমার মনোযোগ আসেনা।উনাকে আমার কষ্ট বুঝাতে পারিনি বলে সালাতেও খুব কান্না আসে। অনেক বুঝিয়ে বলার পর হ্যাঁ হ্যাঁ করে। আমি আর কারো সাথেই খুব একটা মিশিনা তাই নিজেকে কয়েদী মনে হয়।
প্রশ্ন,আমি কীভাবে উনার থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হব? আমার কোনো কাজেই মনোযোগ যায়না সহজে।আমি কোনোকিছুকে ঘৃণা করলে তবেই সেটাকে ত্যাগ করতে পারি।যতই ভাবি,উনার কথা ভাবা বাদ দিয়ে দিব,কিন্তু উনি আসার পর সামান্য কিছু কথা বললেই আমি খুব পেরেশান হয়ে যাই।আমি আশা করি তিনি আমাকে খুব কেয়ার করবেন।আমি মুখেও বলি এই সময়টুকু অন্তত আমাকে দেন! কিন্তু তিনি কোনোভাবেই নিজের মর্জির বাইরে কিছু করতে রাজী নন।বহুদিন যাবত আমি আমল থেকে বিচ্ছিন্নই হচ্ছি বারবার। দ্বীন চর্চা বাড়লেও আমার আমল বাড়েনা। আমি কি দ্রুত আল্লাহর সান্নিধ্য চেয়ে দুয়া করতে পারবো? বর্তমানে আমার স্বামীকে খুব ঘৃণা হয়।মনেহয় উনি আমাকে হয় ডিভোর্স দিক নয়তো মাসের অন্তত দুয়েকদিন ভালোভাবে সময় দিক,তাও মন থেকে।