আসসালামু 'আলাইকুম,
আমি আজ রাতে তাহাজ্জুত এর ওয়াক্ত এ একটা অদ্ভুত স্বপ্ন দেখি, ঐ স্বপ্ন দেখেই আমি জেগে যাই এবঙ তাহাজ্জুত আদায় করতে পারি আলহামদুলিল্লাহ ( লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ )
স্বপ্ন এ দেখেছি, আমি এক ফাঁকা এবং উচু জায়গায় সম্ভবত সেটা কোনো পাহাড়ের উপর সালাতের জন্য দাঁড়িয়েছি যেখান থেকে আকাশ স্পষ্ট দেখা যায়। আমি খুব অন্ধকার আকাশে মদিনা মনোয়ারার উজ্জ্বল একটা চিত্র দেখতে পাই, তারপর হঠাৎ দেখি মদিনার সেই চিত্র টা আমার চোখের আড়াল হয়ে যাচ্ছে, আমি একটু ঘাবড়ে যাই, ভয়ে পেয়ে ঐ সালাতের স্থানেই আল্লাহ কে রুকু করি আর রুকুর তাজবিহ পড়তে থাকি, এরপর মাথা তুলে দেখি, যে স্থান দিয়ে মদিনা মনোয়ারার চিত্র টা অস্ত গিয়েছিলো, সেই জায়গায় একটা ছোট্ট তারা বা গ্রহের মতো কিছু, সেটা তারা নাকি কোনো ছোট গ্রহ আমি বুঝতে পারি নি,তবে সেটা তারার আকৃতির ছিলো। সেটা রং পরিবর্তন করছিলো, একবার এক রং তো আরেকবার আরেক রং, রং গুলো খেয়াল নেই,
দয়া করে এর ব্যাখ্যা জানান ইং শা আল্লাহ।
জাযাকাল্লাহু খইর।