আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ, সম্মানিত উস্তাজ।
খুবই বিপদে পড়ে নিম্নোক্ত বিষয় সম্পর্কে শরিয়ত কি বলে জানতে চাচ্ছি।
আমার এক চাচাতো বোন বিগত ১০ মাস আগে বিধবা হয়ে যায়। আপুর বয়স ৩৫ চলছে। আপুর দুইটা সন্তান ।একজন ৫ম শ্রেনীতে এবং আরেকজন ২য় শ্রেনীতে পড়ে । আপুর স্বামী যখন মারা যায় তখন বেশ কিছু টাকা ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়। উনার স্বামী এমন কিছু রেখে যায় নি যা দ্বারা উনি উনার সন্তানদের নিয়ে চলতে পারে। আপুটার ভাই বোনেরা তাকে একটু সাহায্য করার চেষ্টা করে কিন্তু তাদের অবস্থাও খুব একটা ভালো না। গত কয়েক মাস ধরে উনি একটা কেজি স্কুলে বাচ্চাদের পড়াচ্ছে ।ওখান থেকে ২০০০ টাকার মতো হাদিয়া পাই । আর বাসায় কয়েকটা ছোট বাচ্চাকে পড়াই ওখান থেকে ২০০০ টাকার মতো হাদিয়া পাই । এই টাকা দিয়েই উনি উনার ছেলে মেয়েদের নিয়ে চলছে। এখন সমস্যা হলো আপুর কোনো একাডেমিক সার্টিফিকেট নেই।কারন উনি যখন দশম শ্রেণিতে পড়ে তখন উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর আর লেখাপড়া কন্টিনিউ করে নি। আর একাডেমিক সার্টিফিকেট ছাড়া তো কোথাও শিক্ষকতার মতো কাজ করা যাই না , সেটা যত প্রাইমারি লেবেলের হোক না কেন। হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে আর উনি যেহেতু বাচ্চাদের খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে তাই স্কুল কর্তৃপক্ষ বলেছে আপনি অন্তত কারো একটা এস এস সি সার্টিফিকেটের ব্যবস্থা করুন। যেটা উনার নামে ওখানে ব্যবহৃত হবে। এই অবস্থায় ঐ আপুটা আমার আপুর কাছে আসে তার এসএসসির সার্টিফিকেট নেওয়ার জন্য। এখন যদি আমরা সার্টিফিকেটটা দিয়ে দেই তাহলে তো এটা একটা প্রতারণা হয়ে যাবে। আর উনাকে যদি সরাসরি না করি যেহেতু উনি একজন পরিপূর্ণ প্রাক্টিসিং মুসলিমা নয় সেহেতু তিনি এ বিষয়টাকে খুব ভালোভাবে নেবেনা। উল্টো বলবে আমার এই অসহায় অবস্থায় তোমাদের কাছে সাহায্য চাইলাম কিন্তু তোমরা আমাকে সাহায্য করলে না। এমতাবস্থায় আমরা কি করতে পারি দয়া করে জানাবেন।
বি. দ্র. আপুটা ঐ স্কুলে বেশ কয়েক মাস ধরে আছে এবং কর্তৃপক্ষ তাকে উপরোক্ত কাজের জন্য পরামর্শ দিয়েছেন।