আসসালামু আলাইকুম
আমার ছোট বোন প্রায় চার মাস আগে একটা স্বপ্ন দেখেছে,সে বিছানায় আধো আধো ঘুমে আর আমি তাকে উঠতে বলছি,স্বপ্নে তার নতুন বিয়ে হয়েছে। স্বপ্নে তখন ছিল একদম ভোরের সকাল,সূর্যের আলোর তীব্রতা নেই কিন্তু সূর্য উঠেছে, খুব স্নিগ্ধ একটা পরিবেশ।আমার বোনের মাঝেও ঠিক এমন একটা স্নিগ্ধতা দেখা যাচ্ছিল,সে অনেকটাই আনন্দিত। সে উঠে বসার পর আমি তাকে বলছি,এখন তো তাকে সংসারের কাজ করতে হবে,তার দায়িত্ব আছে।আমার বোন যেহেতু খুব একটা কাজ আগে করেনি,তাই তার কাছে সামান্য একটু মনে হচ্ছিল প্রেশার,কিন্তু তারপরেও এই দায়িত্বের মাঝে সে আনন্দ অনুভব করছিল এবং সেটাই মেনে নিতে চাচ্ছে।
এই স্বপ্নটা যখন সে দেখে,সেই সময় সে অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল,অস্থিরতা ছিল খুব।খুব বেশি দুয়া ইউনুস পাঠের মধ্যে ছিল,দুরুদ,ইস্তেগফার ও ছিল।সে বিয়ে নিয়ে এবং অন্য কিছু ব্যাপার নিয়ে মানসিক কষ্টে ভুগছিল।এখনো সে অবিবাহিত,মানসিকভাবে এখন তখনকার মত না,তবে সমস্যা আছে।
এই স্বপ্নের ব্যাখ্যা কী?