আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ সম্মানিত উস্তায। পূর্বে আমি একটি স্বপ্ন দেখি যেটি ছিল ইস্তিখারার স্বপ্ন।স্বপ্নটি হলো-
১. আমরা পরিবারের সবাই মিলে দূরে কোথাও সম্ভবত নানু বাড়ি যাচ্ছি বেড়াতে।অনেক বড়ো একটা গাড়ি(বাস) রিজার্ভ করি।কিন্তু গাড়িটা নতুন সিস্টেমে তৈরি পানির উপর দিয়েও চলে এবং অনেক দ্রুত স্পিডে।আমরা রওয়ানা দেই। গাড়ি খুব অল্প সময়ে পানিতে ডুবে যাওয়া ভাঙা রাস্তা দিয়ে পার হয়।রাস্তাটি ছিল নির্জন এবং তুলনামূলক সরু।পথিমধ্যে আমার নয়ত বাসার একজন পিচ্চির জুতা পরে যায়।সেটা আমি আর মা তুলে নিয়ে আসি।কিন্তু গাড়ি থেকে জুতা পড়ার কোনো কথাই না,সকল ক্লাস লাগানো ছিল ২-১ টা বাদে।আবার গাড়ি চলতে শুরু করে, কিছু দূর যাওয়ার পরে আবার জুতা পরে যায়,সম্ভবত আমার বা অন্যকারও।তারপর গাড়ি থামানো হয়।সামনে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি,পানি শান্ত ছিল একদম,তবে নিশ্চিন্তিত ছিলাম সবাই যে যাওয়া যাবে রুট চিনা আছে।কোনো সমস্যাই হবে না
আমি আর আমাদের বাসার দারোয়ান(আমাদের আত্নীয় হয়) জুতাটা নিয়ে আসতে যাই।রাস্তা ভাঙা হালকা হালকা স্বচ্ছ পানি।এরমধ্যে আমি আকাশের দিয়ে তাকিয়ে দেখি একটি চাঁদ এবং সূর্য পাশাপাশি,তবে চাদ, সূর্য দুটোই বেশ শান্ত, সূর্যের তাপ নেই, দিনের আলোর মতো বা পূর্নিমার রাতের মতো সব আলোকিত। সূর্যের তাপ নেই সেটিও চাদের মতোই বা মেঘাচ্ছন্ন হলে যেরকম সূর্যের তাপ বা সূর্যকিরন দেখা যায় না সেরকম ছিল তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল না।তার পাশ থেকে আরএকটা কী যেন সূর্যের মতো কিন্তু সূর্যের চেয়েও অধিক আলো দিচ্ছিল।আমি ভাবি নতুন এ সূর্যটা কোথা থেকে আসলো? চারপাশে উচু গাছপালা তার মধ্যে থেকে কিরন দিচ্ছিল, আর বিষয়টা খুব সিগ্ধ ছিল,আমি উপভোগ করছিলাম প্রশান্ত চিত্তে।বিষয়টা এরকম ছিল যে চাদ এবং সূর্যকে আলোকিত করতেছে নতূন সূর্যটা।তখনই ঘুম ভেঙে যায়, তখন রাত ১.৫০ বাজে।
স্বপ্নের ব্যাখ্যা করেছেন আমার একজন দ্বীনি বোন:
"সূর্য দিয়ে পিতামাতাকে বুঝাইছে। আর চাঁদ দিয়ে জীবনসঙ্গীকে বুঝাইছে। আর অন্য আরেকটা যে বললেন,সূর্যের চেয়েও উজ্জ্বল লাগছে যেন চাঁদ আর সূর্যকে আলোকিত করছে, এটা দিয়ে দ্বীনের জ্ঞানের আলো বুঝাইছে।
তো অর্থ দাঁড়ালো, ভবিষ্যতে আপনার দ্বীনি ইলম দিয়ে আপনি আংকেল, আন্টি আর ভাইকে এভাবে উজ্জ্বল করবেন।"
আমার প্রশ্ন : এ স্বপ্নের ব্যাখ্যাটা কী ভালো? মানে আমার জীবনসঙ্গী কী পরিপূর্ণ দ্বীনদার নন/পরিপূর্ণ দ্বীনদার হবেন না?
২. গতোকাল আমি আমার ভাইয়ার একটা বিষয় নিয়ে ইস্তিখারা করেছিলাম- রাত ৩.৩৮ এর দিকে ঘুম ভেঙে যায় তখন খুব কষ্ট হচ্ছিল। অনেক বেশি অসুস্থ থাকার দরুন তাহাজ্জুদ সলাত আদায় করতে পারিনি।তবে অনেক দুয়া পড়েছিলাম।এরপর আবার ঘুমিয়ে পড়ি তখন স্বপ্ন দেখি - আমাদের বড়ো বাড়ির একটা ঘর ফাকা থাকে তাই সে ঘরে আমি তালা লাগিয়ে দিয়েছি যাতে সেটা সেইফ থাকে,এরপর দেখি সে ঘরের ভাবি আসে এবং সে পুরোনো শেওলা পরা ঘর পরিষ্কার করে নাকি সেখানে থাকবে তাই আমি আবার তালা খুলে দেই।এরপর কীজন্য যেন আমাদের বাড়ি আসতে নিছি। তখন আমাকে আমার চাচাত ভাবি আগায় দিচ্ছিলেন সাথে আমার ভাইয়া ছিলেন।স্বপ্নে নিজেকে খুব ভিআইপি কেও এরকম মনে হয়েছে।এখানে কিছু বিষয় আলোচনা হয়েছিল সেটি মনে নেই।
এরপর দেখি আমি একটা পেপার নিয়ে কোথাও একটা যাই, সেখানে যেয়ে দেখি একটা আম বাগান সম্ভবত সেখানে আমার ক্লাসমেটসরা গাছে উঠে দুষ্টামি করছে বা আম পেরে খাচ্ছে। এরপর পেপার নিয়ে অন্য একজনের কাছে যাই সে খুব খুশি হয় আমাকে দেখে।উক্ত ব্যক্তির বাবরি চুল অনেক সুন্দর কিন্তু বেশ লং।এরপর দেখি উনি শাওয়ার নিচ্ছেন পাশের একটা ছোট সুইমিংপুল মেইবি।তখন তার আলগা চুলটা পরে যায় তবে তার বাবরি চুল ছোট সেটি দেখতে পাই।এরপর আরও কিছু হয় এখন মনে পড়তে না।কাজ শেষে পেপার নিয়ে চলে আসি এমনটা দেখি,(পেপারটা অনেক গুরুত্বপূর্ণ একটা পেপার ছিল মেইবি থিসিস / প্রজেক্টের পেপার ছিল) তখন ঘুম ভেঙে যায় ফজরের সময়।
এ স্বপ্ন দ্বারা পজিটিভ নেগেটিভ কিছু ইঙ্গিত করে কী?
৩. বান্ধবীদের বিয়ের প্রপোজাল আসলে কী আমি ইস্তিখারা করে দেখতে পারব?বা নন মাহরাম কোনো রিলেটিভের কোনো বিষয়ে ইস্তিখারা করা যায়?বান্ধবীরা প্রায়ই ওদের কোনো বিষয়ে বা বিয়ের ব্যাপারে ইস্তিখারা করতে বল