আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)আমি যোহরের সালাত শেষ করার পর খেয়াল করেছি আমার সিজদাহ বরাবর সামনে একটি মৃত ব্যাঙ পড়ে আছে।এমতাবস্থায় আমার সালাত কি শুদ্ধ হয়েছে?
২)সালাতের প্রথম দুই রাকাআতে সুরাহ ফাতিহা পাঠ করার পর অন্য সুরাহ পাঠ করেছি কিনা এ নিয়ে সন্দেহ থাকলে কি করনীয়?
৩)দুরূদ, ইস্তিগফার কি মনে মনে পড়লে হবে?