আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম,
১। কোন ওয়াক্তের আজানের আগে সে ওয়াক্তের সুন্নাত পড়ার হুকুম কী?( যেমন - ফজর বা জোহরের সুন্নাত আজানের আগে পড়া)
২। একটি প্রশ্নের উত্তরে (
https://ifatwa.info/108260/ )নামাজে খানযাব শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে আউযুবিল্লাহ পড়ে থুথু ফেলা সম্পর্কে আপনারা বলেছেন- মনে মনে আউযুবিল্লাহ পড়তে এবং থুথু ফেলার মতো শুধু মাথা ইশারা করতে।
প্রশ্ন হলো- মনে মনে আউযুবিল্লাহ পড়া মানে কি নামাজের সিররি কেরাতের মতো আওয়াজ না করে জিহ্বা দিয়ে পড়া, নাকি জিহ্বা না নাড়িয়ে অন্তর দিয়ে কেবল স্মরণ করা?
এমনি ভাবে থুথু ফেলার ক্ষেত্রেও কি জিহ্বা দিয়ে হবে, নাকি জিহ্বা ব্যবহার না করে?