আসসালামু আলাইকুম।
আমি আমার বাবা মা আর আমার বোনের পরিবার( তার স্বামী,বাচ্চা) সহ কক্সবাজার যেতে চাচ্ছি ইন শা আল্লাহ। কিন্তু আমার বোনের এক ক্লোজ বান্ধবীও আমাদের সাথে যেতে চাচ্ছে। আমি কোনো ভাবেই তাদের বুঝাতে পারতেছিনা যে সেই আপু মাহরাম ছাড়া আমাদের সাথে যেতে পারবে না। সবাই এটা পাপ জানলেও সিরিয়াসলি নিচ্ছে না। বিশেষ করে আমার বোনের পরিবার। উল্লেখ্য সেই আপুর সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো, আপন বোনের মতো।তাকে অন্যরা সরাসরি মানা করতে পারতেছেনা আর তাদের মাথা ব্যথাও নাই এ বিষয়ে। এখন এমতাবস্থায় আমার কি এই ট্যুরে যাওয়া ঠিক হবে? গেলে কি আমি তাদের পাপে সাপোর্ট করতেছি এমন বুঝাবে?