আমার বাবা মারা গিয়েছেন গত ০৯ অক্টোবর ২০২৪ তারিখে। আজ আমি স্বপ্নে দেখি যে আমার বাবা মৃত/ঘুমন্ত অবস্থায় শুয়ে আছেন। আর আমার গ্রামের এক ভাই সহ আরেকজন, দুজন মিলে বাবার কানের মধ্যে এসিড জাতীয় কিছু ঢেলে দিলো, অতঃপর তারা আমার বাবাকে একটা জলাশয়ে ফেলে দিলো। আর আমার বাবার পরিধেয় একটা প্যান্টও সেই সাথে জলাশয়ে ফেলে দিলো। ফেলে দেয়ার পর সেই ভাইও কান্না করতে লাগলো। আমি স্বপ্নের মধ্যে দূর থেকে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম কিন্তু কিছু করার ছিল না।
এই স্বপ্নের ব্যাখ্যা জানাবেন দয়া করে, আর এটির কথা আমার মা, স্ত্রী কাউকে জানানো যাবে কি? এখনও জানাইনি।