আসসালামু আলাইকুম। এক লোক আছে ভয়ানক অহংকারী, ইগো প্রচুর, অন্যকে কষ্ট দিয়ে কথা বলে, নিজের কাজের প্রভাব অন্যের উপর কীভাবে পড়ছে তা নিয়ে কোন খেয়াল নাই। সে ইচ্ছা করে এমন করে কিনা জানি না, সম্ভবত তার ঐ সেন্সটা নাই যে তার কাজে অন্যজন কষ্ট পাচ্ছে। ঐ লোক আবার খুব ধার্মিক, অনেক কিছু মানে, মোটামুটি সৎ, কর্মঠ কিন্তু তার আবার এই সততা আর কর্মদক্ষতার অনেক অহংকারও। তো তার কথায় ও কাজে কষ্ট পেয়ে একজন মানুষ প্রচণ্ড ট্রমায় চলে গেছেন যে কোন নামাজকালাম, কুরআন, কোন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েও ঐ ট্রমা থেকে বের হতে পারছেন না। বহুদিন ধরে ট্রমায় ভুগতে ভুগতে অসুস্থ হয়ে গেছেন। ওদিকে যিনি এই ট্রমা দিয়েছেন তার কোন অপরাধবোধ নেই, বরং গাড়িবাড়ি, টাকাপয়সা, পরিবার নিয়ে সুখে আছেন। অপর ব্যক্তি যিনি অসুস্থ তিনি প্রায়ই ঐ অহংকারী, টক্সিক ব্যক্তিকে বদদোয়া করেন। এমন কথাও বলেন যে আমাকে এত কষ্ট দিয়ে ও এত সুখে আছে, ওর সুখের উপর আমি বদনজর দিয়ে দিলাম। এই বদনজর দেওয়ার কারণে কি তিনি গুনাহগার হবেন? আর এই বদনজরের প্রভাব কি ঐ অপরাধী ব্যক্তির উপর পড়বে?