আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
17 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (9 points)
আমার একজন ভাইয়ার বেতনের টাকা,সে একটা ইউনিভার্সিটিতে চাকরি করতো সেখান থেকে পায়।তাও অনেকগুলো টাকা আটকে আছে।কিন্তু সে ইউভার্সিটি গত ১বছরে তাদের কাছে সেই পাওনা টাকাটা দিতে পারছেনা কারণ তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে।সেই ভাইয়া চাচ্ছে পুরো টাকা থেকে তার যাকাতের যত টাকা আসে সে টাকা বাদ দিয়ের তাদের ঋণ মুক্ত করে দিতে। তাতে ভাইয়ারও তাদের কাছে দাবি থাকল না আবার ভাইয়ার কষ্ট হলোনা বেতনের টাকা না পাওয়ার জন্য।এভাবে কি যাকাত আদায় হবে।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত আদায় হওয়ার জন্য শর্ত হল, যেই মালকে যাকাতের নিয়তে দেয়া হবে, সেই মালকে পৃথক করার সময় যাকাতের নিয়ত করতে হবে এবং যাকাত গ্রহণের উপযুক্ত কাউকে মালিক বানিয়ে দিতে হবে। যাকাতের টাকা পৃথক করার সময় যদি যাকাতের নিয়ত করা না হয়, তাহলে কিন্তু যাকাত আদায় হবে না। 
"أما تفسيرها فهي تمليك المال من فقير مسلم غير هاشمي، ولا مولاه بشرط قطع المنفعة عن المملك من كل وجه لله تعالى...وأما شرط أدائها فنية مقارنة للأداء أو لعزل ما وجب هكذا في الكنز فإذا نوى أن يؤدي الزكاة، ولم يعزل شيئا فجعل يتصدق شيئا فشيئا إلى آخر السنة، ولم تحضره النية لم يجز عن الزكاة كذا في التبيين." (كتاب الزكاة، الباب الأول في تفسير الزكاة وصفتها وشرائطها، ج:1، ص:170، ط: رشيدية)

وفي الشامية:
"واعلم أن أداء الدين عن الدين والعين عن العين، وعن الدين يجوز وأداء الدين عن العين، وعن دين سيقبض لايجوز. وحيلة الجواز: أن يعطي مديونه الفقير زكاته ثم يأخذها عن دينه.
(قوله: وحيلة الجواز) أي فيما إذا كان له دين على معسر، وأراد أن يجعله زكاة عن عين عنده أو عن دين له على آخر سيقبض (قوله: أن يعطي مديونه إلخ) قال في الأشباه وهو أفضل من غيره أي لأنه يصير وسيلة إلى براءة ذمة المديون."  (كتاب الزكوة، ج:2 ص:270 ط: سعيد)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণ অনুযায়ী ঐ ভাইয়ের ভার্সিটিতে পাওনা টাকায় যাকাত আদায়ের নিয়ত করার দ্বারা যাকাত আদায় হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...