আসসালামু আলাইকুম।
আমি স্বপ্ন দেখেছি বাসার সামনে বেশ কিছু মানুষ,আমি এটা দেখে ভাবছিলাম কেউ কী মারা গেল নাকি।কিন্তু একটু পরে বুঝলাম মারা যায়নি,আমার বিয়ে তাই মানুষ।একজন পুরুষ কে দেখলাম যার সাথে আমার বিয়ে,লোকটার মুখে চাপ দাড়ি যা আগে ছিল না,পরে আমি ভাবছি লোকটা হয়ত দ্বীনের পথে আসছে,এটা দেখে কিছুটা ভালো লেগেছে।ওই লোকটাকে এমনিতে বাস্তবে চিনি কিন্তু বিয়ে বা এই ধরনের কথাবার্তা হয়নি।
স্বপ্নটার ব্যাখা জানতে চাচ্ছিলাম।