আসসালামু আলাইকুম
আমি কিতাবুত যুহদ বইয়ে পেয়েছি,
আবু যর(রা) হতে বর্নিত,তিনি বলেন রাসুল(সা) দুর্ভিক্ষ তো আমাদের খেয়ে ফেললো।
নবী (সা) বললেন,প্রাচুর্য তো তোমাদের জন্য আরো বেশি ভয়ংকর, (তখন) দুনিয়া তোমাদের নিমজ্জিত করে ফেলবে।হায়!আমার উম্মাহর লোকেরা যদি স্বর্ন পরিধান না করতো!!
এই হাদিসের ব্যাখ্যা টা কি উস্তাদ,,?
আমার সর্ন ব্যবহার না করলেই কি তাকওয়া বেশি হবে?