আসসালামু আলাইকুম। একটি হায়েজ থেকে সুস্থ হয়ে নতুন হায়েজ হ;ওয়ার সময়টা ১৫ দিন। ১/এখন কেউ সুস্থ হ;ওয়ার ১৫ দিন পর তার ব্লিডিং শুরু হলো। কিন্তু সে মাঝের ১৫ দিন এর মধ্যে ২/৩ বার ব্লাড দেখল( এটা তো ইস্তেহাযা)। এক্ষেত্রে ১৫ দিন পর যে ব্লিডিং শুরু হলো সেটা কি নতুন হায়েজ ধর্তব্য হবে? যেহেতু ১৫ দিন এর সম্পূর্ণ সময় পবিত্র ছিল না ইস্তেহাযা দেখা গেছে।
২/একজন সুস্হ হ;ওয়ার জন্য সময় লেগে যায় ১২দিন। এরপর ও হঠাৎ সাদার সাথে খয়েরী বা একটু গোলাপী রং দেখলো, এর সবই তো ইস্তেহাযা (স্বাভাবিক হায়েজ এর দিন ব্যতীত)। পরবর্তী সময়ে (২০দিন পর, এর মাঝে তো সাদা ব্যতীত ও অন্য রং দেখেছে)তার হিসাব মতে তার হায়েজ হওয়ার সময়ে ব্লিডিং শুরু হয়।তখন এটা কি হায়েজ হিসেবে গণ্য হবে?
৩/ কারো সবসময়ই ইস্তেহাযার সমস্যা। যেটা মাসের পর মাস এমন হচ্ছে। ঔষধ এ কাজ হচ্ছে না। দুই মাস যাবৎ সমস্যা। এখন সে কি নির্দিষ্ট সময় তার হিসাব মতে ঐ দিন গুলো হায়েজ ধরতে পারবে?
৪/ সুস্থ ভাবে ১৫ দিন ছিল কিনা সেটা কিভাবে বুঝবে? এই ১৫ দিন সাদা রঙে ব্যতীত অন্য কোন রং ই কি আসা যাবে না?