ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) উবার চালাতে গেলে বা গাড়ি বাড়ায় চালাতে গেলে যদি জামাতে নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। এমতাবস্থায় কোনো কারনে এক দুই ওয়াক্ত জামাত মিছ হয়ে গেলে , তখন নাজায়েজ হবে না।
(২) মুসলিম দেশগুলোতে যাওয়ার পর সেখানে কোনো কাজে ব্যাস্ত হয়ে যাওয়ার কারনে এক দুই ওয়াক্ত জামাত মিছ হয়ে গেলে। এমতাবস্থায় সেখানে যাওয়া নাজায়েয হবে না।
(৩) দেশে যে কোনো হালাল কাজ করলে এক দুই ওয়াক্ত জামাত মিছ হতে পারে, এমতাবস্থায়ও কোনো সমস্যা হবে না।
(৪) নিজে গোনাহ থেকে বেছে থাকার সর্বোচ্চ ইচ্ছা থাকলে তখন কোনো সমস্যা হবে না।
(৫)আল্লাহ পাক এর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল, উনার ইবাদত করা।অবাধ্যতায় জড়িয়ে গেলে সাথে সাথেই তাওবাহ করে নেয়া।