আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। হজুর, এক মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে। তবে সে মেয়েকে আমার বাবা আগে দেখতে যায় আমি নিষেধ করা সত্ত্বেও। সেখানে মেয়ের বাবা মায়ের সামনে আমার বাবা মেয়ের হাত দেখে হাত ধরে। যে মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে তার সাথে কথা বলেছি। অল্প সময় হাতে ধরেছিল। আমি যেহেতু দেখি নি, তাই মেয়ে যেভাবে বলেছে সেভাবেই বলছি। সে এটাও বলেছে, আমার বাবাকে তার বাবার মতই মনে হয়। আমার বাবা জানা মতে ভালো মানুষ নয়, মাফ করবেন। তার চারিত্রিক সমস্যা আছে। তাকে বললে সে অস্বীকার করবে। কারণ আমার কাছে সত্যি কথা বলে না। কেন হাত দেখেছে তাও জানি না। কারণ সে কোন কবিরাজ বা চিকিৎসক নয়। এর আগে উনি কারও হাত দেখেছে এভাবে সেটাও আমার জানামতে কখনও শুনি নি। এখানে হুরমত হওয়ার সম্ভাবনা কতটুকু। মেয়ের বাবা মা এবং মেয়ে হুরমত সংক্রান্ত বিষয়গুলো জানে না৷ আমার বাবাও হয়তো জানে না। এখন আমি কি এই বিয়েতে অগ্রসর হবো নাকি পিছিয়ে আসব। দয়া করে সঠিক পরামর্শ দিন হুজুর। মুফতি ইমদাদুল হক হুজুর দয়া করে উত্তর দিলে ভালো হয়। ।