আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
78 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। হজুর, এক মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে। তবে সে মেয়েকে আমার বাবা আগে দেখতে যায় আমি নিষেধ করা সত্ত্বেও। সেখানে মেয়ের বাবা মায়ের সামনে আমার বাবা মেয়ের হাত দেখে হাত ধরে। যে মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে তার সাথে কথা বলেছি। অল্প সময় হাতে ধরেছিল। আমি যেহেতু দেখি নি, তাই মেয়ে যেভাবে বলেছে সেভাবেই বলছি। সে এটাও বলেছে, আমার বাবাকে তার বাবার মতই মনে হয়। আমার বাবা জানা মতে ভালো মানুষ নয়, মাফ করবেন। তার চারিত্রিক সমস্যা আছে। তাকে বললে সে অস্বীকার করবে। কারণ আমার কাছে সত্যি কথা বলে না। কেন হাত দেখেছে তাও জানি না। কারণ সে কোন কবিরাজ বা চিকিৎসক নয়। এর আগে উনি কারও হাত দেখেছে এভাবে সেটাও আমার জানামতে কখনও শুনি নি। এখানে হুরমত হওয়ার সম্ভাবনা কতটুকু। মেয়ের বাবা মা এবং মেয়ে হুরমত সংক্রান্ত বিষয়গুলো জানে না৷ আমার বাবাও হয়তো জানে না। এখন আমি কি এই বিয়েতে অগ্রসর হবো নাকি পিছিয়ে আসব। দয়া করে সঠিক পরামর্শ দিন হুজুর। মুফতি ইমদাদুল হক হুজুর দয়া করে উত্তর দিলে ভালো হয়। ।

1 Answer

0 votes
by (606,150 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। শর্তগুলো হল,
(১) সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
ﻓﻰ ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ - ﺃﻭ ﻟﻤﺲ ) ﻭﻟﻮ ﺑﺤﺎﺋﻞ ﻻ ﻳﻤﻨﻊ ﺍﻟﺤﺮﺍﺭﺓ
ﻭﻗﺎﻝ ﺍﺑﻦ ﻋﺒﺪﻳﻦ – ( ﻗﻮﻟﻪ : ﺑﺤﺎﺋﻞ ﻻ ﻳﻤﻨﻊ ﺍﻟﺤﺮﺍﺭﺓ ) ﺃﻱ ﻭﻟﻮ ﺑﺤﺎﺋﻞ ﺇﻟﺦ ، ﻓﻠﻮ ﻛﺎﻥ ﻣﺎﻧﻌﺎ ﻻ ﺗﺜﺒﺖ ﺍﻟﺤﺮﻣﺔ ، ﻛﺬﺍ ﻓﻲ ﺃﻛﺜﺮ ﺍﻟﻜﺘﺐ ( ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﺍﻟﺸﺎﻣﻴﺔ، ﻛﺘﺎﺏ ﺍﻟﻨﻜﺎﺡ، ﻓﺼﻞ ﻓﻰ ﺍﻟﻤﺤﺮﻣﺎﺕ 108-107/3- )
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়ের কামভাব ছিল না এটা তো মেয়ের কথা থেকেই স্পষ্ট। আপনার বাবা কি কামভাব সহকারে স্পর্শ করেছিলেন? সেটা বাবাকে জিজ্ঞাসা করে নিশ্চিত হতে হবে। যেহেতু বাবাকে জিজ্ঞাসা করা সম্ভব নয়, তাই সতর্কতামূলক এই রিশতাকে পরিত্যাগ করাই শ্রেয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...