بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/40235/ ফতোয়ায়
উল্লেখ রয়েছে, হাদীস শরীফে এসেছেঃ
আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-
ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة
والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل
وليس مما خرج.
শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে)
প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয়। (ফাতাওয়া হিন্দিয়া
১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)
ولو بالغ في الاستنجاء حتی بلغ موضع الحقنۃ
فسد۔ (شامي ۳؍۳۶۹ زکریا)
সারমর্মঃ যদি ইস্তেঞ্জার
ক্ষেত্রে মুবালাগাহ করা হয়,এমনকি হাকনার স্থান
পর্যন্ত পৌছে যায়,তাহলে রোযা ভেঙ্গে যাবে।
আরো জানুনঃ https://ifatwa.info/12509/
★শরীয়তের বিধান হলো রোযা অবস্থায় যদি কোনো মহিলা গোপনাঙ্গে আঙ্গুল
প্রবেশ করায়,এক্ষেত্রে আঙ্গুল যদি শুকনো থাকে,
তাহলে রোযা ভাঙ্গবে না। যদি ভিজা আঙ্গুল প্রবেশ করায়, তাহলে মহিলার রোযা ভেঙ্গে যাবে।
এতে কাজা ওয়াজিব হবে। কাফফারা নয়।
ولو ادخل إصبعه فى إسته أو المرأة فى
فرجها، لا يفسد، وهو المختار، إلا إذا كانت مبتلة بالماء أو الدهن، فحينئذ يفسد
لوصول الماء او الدهن، (الفتاوى الهندية، كتاب الصوم، الباب الرابع فيما يفسد
الصوم ومالا يفسد-1/204, كذا فى الدر المختار-2/397)
সারমর্মঃ যদি কেহ তার আঙ্গুল মলদ্বারে প্রবেশ করায়,বা কোনো মহিলা তার লজ্জাস্থানে আঙ্গুল প্রবেশ করায়,তাহলে
রোযা ভেঙ্গে যাবেনা। তবে আঙ্গুল যদি তৈল বা পানি দ্বারা ভিজানো থাকে, তাহলে রোযা ভেঙ্গে যাবে।
বিস্তারিত জানুনঃ https://ifatwa.info/12509/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন !
শরীয়তের বিধান হলো রোযা অবস্থায় যদি কোনো মহিলা গোপনাঙ্গে
আঙ্গুল প্রবেশ করায়, এক্ষেত্রে আঙ্গুল যদি শুকনো থাকে, তাহলে রোযা ভাঙ্গবে না। যদি ভিজা আঙ্গুল প্রবেশ করায়, তাহলে মহিলার রোযা ভেঙ্গে যাবে। সুতরাং প্রশ্নের বিবরণ
অনুযায়ী আপনার রোজা ভেঙ্গে যাবে।