১।আগের ১ ও ২ নং প্রশ্নের ব্যাপারে আমি যাচাই করিনি একজন দিয়ে তথ্য নিছি আর বলাইছি। তার তথ্যের উপর ভিত্তি করে প্রশ্ন করছিলাম যাচাই করিনি এখন কি আমার আবার মাফ চাইতে হবে?
২।৩ নং প্রশ্নের কথাটি কি অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য?
৩।১০ বছর আগে পাশের গ্রামের এক হিন্দু বাড়ির চাল থেকে ফুল চুরি করছিলাম ২১ ফেব্রুয়ারীর আগের রাতে বাড়ির পোলাপানের হবে কার জানিনা।আমি একজনকে দিয়ে তাদের বাড়ির পুরুষ অভিভাবকের নিকট টাকা দিয়ে দিছি যার কাছে দিছি সে বলছে দিছে যাচাই করিনি ।এখন কি সে বিষয় মাফ চাইতে হবে কি?
৪।অমুসলিমদের যে কোনো বিষয় মনে আসলে মন পায়ের দিকে দিয়ে বলি ঘৃনার সাথে মনে মনে বা একা একা বা কোনো মুসলমানের সামনে বলি যে পায়ের দিকে থাক এভাবে ঘৃণা করা যাবে কি না করলে কি মাফ চাইতে হবে?
৫।যদি না জানি এ কথা কাজ বা যে কোনো কিছু করলে শিরকি কুফরি হবে যদি করে ফেলি ওযর বিল জাহালত হবে কি?