আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু?
কিছু গুরুত্বপূর্ণ সমস্যার কারনে শুধু ইজাব-কবুল করে মেয়েকে নিয়ে শুকরান নামাজ পড়ে মেয়ের সাথে নির্জনে অবস্থান না করে যদি আমি আমার বাসায়, মেয়ে তার বাবার বাসায় থাকবে ঈদের পর অনুষ্টান করে উঠিয়ে আনা হবে। তখন মেয়ের সাথে নির্জনে অবস্থান করার পর *ওলিমাহ* করলে কি ওলিমার সুন্নাত আদায় হবে?
ওলিমার সুন্নাত নিয়ে টেনশনে আছি আমি চাইনা আমার থেকে সুন্নত ছুটে যায়।
এখন যদি দয়াকরে বলতেন কিভাবে সুন্নত গুলো আদায় করতে পারি?