বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(২) ব্যক্তিগত উদ্দেশ্যে পাইরেসি তথা সফটওয়্যারটি নিজে ব্যবহার করা কিংবা বিক্রয় বা পরিবেশন না করে নিজেদের ব্যবস্যায়িক বা আর্থিক কাজে লাগানো। এ প্রকারের সফটওয়ারের ক্ষেত্রে যদি কপিরাইট অধিকারীর মৌন সম্মতি থাকে, তাহলে তা ব্যবহারের সুযোগ রয়েছে। বিশেষ করে মৌন সম্মতির পাশাপাশি যদি জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকে তাহলে মুফতিগণ এর ব্যবহার জায়েয বলে থাকেন।
(ফাতওয়া দারুল উলুম দেওবন্দ fatwa ID : 903-917/N=8/1435-U)
সুতরাং এগুলোর ব্যবহার -বিশেষ করে জেনুইনটি কেনার মোটেও সামর্থ্য না থাকলে- নাজায়েয হবে না।
(দরসুল ফিকহ, দারুল উলুম হাটহাজারী ২/৩৮৪, ৩৮৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সফটওয়্যার আসল হোক বা নকল, তাদের বাস্তবে সামর্থ্য থাকুক বা না থাকুক, আপনি যদি বৈধ ডিজাইন করেন, তাতে ছবি ইত্যাদি না থাকে, তাহলে আপনার ইনকাম হারাম হবে না।
২) কোম্পানিতে ছেলে মেয়ে উভয়েই কাজ করুক না কেন? আপনি যদি নিজেকে সংযত রাখতে পারেন, তাহলে আপনার গোনাহ হবে না। তাছাড়া যেহেতু আপনি কাজের বিনিময় গ্রহণ করবেন, তাই আপনার ইনকামে কোনো সমস্যা আসবে না।