# হুজুর অযুর করার সময় আমি মনে মনে বিসমিল্লাহ বলে তার পরে এইভাবে বিসমিল্লাহ মনে মনে পড়ার কারনে অযু তো হবে ?
#আমি মাঝে মধ্যে অযু যেইখানে ৩বার করে হাত মুখ মাসাহ করা লাগে আমি অইখানে হাত বা মুখ বা পা ২ বার করে করি এতে কি অযু হবে আমার অযু তে কোন সমস্যা তো হবে না ?
#আর মাঝে মধ্যে অযুর মাঝখানে আমি ধরেন হাত ধোয়ার পরে মুখ ধুইলাম এর পরে মনে হতে থাকে আমি মুখ দুইলাম কি না বা মাঝে মধ্যে মাথা মাসাহ করার কথা অযু শেষ এ মনে পরলে বা সন্দেহ হলে যে মাথা মাসাহ করলাম কিনাহ আমি তখন মাথা মাসেহ করে নি এতে কি আমার অযু ভেঙে যায় নাকি অযু হবে ? এই প্রশ্নটা জানিনা ঠিক ভাবে বললাম নাকি বুজাইয়া যদি বুজতে না পারেন উস্তাদ বলবেন কমেন্ট এ বলার চেষ্টা করবো আরো কিছুটা ভালো ভাবে ভেবে
#আজকে জুমার নামায এর শেষ রাকাত পেয়েছি মানে আমি যেই মসজিদ নামায পড়ি জুমার ওই মসজিদে আজকে কিছুটা আগে শুরু হয়েছে আর আমার ও দেরি হয়েছে তো আমি যেয়ে দেখি নামায এর রুকু শেষ হচ্চে এর পরে আমি জায়নামাজ নিচে বিচাইয়া আমি দাড়াইয়া আছি বুজার জন্য যে কত রাকাত চলতাসে তো যখন দেখলাম ২য় রাকাত চলতাছে তখনি নামায এ দারাইয়া বইসা পড়ি এর পরে সবার সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আমি ২ রাকাত নামায পড়ে সালাম ফিরায় এখন আমার কি এমতাবস্থায় জুম্মা নামাজ হয়েছে উস্তাদ ?
#হুজুর মনে মনে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে যদি মুখ দিয়ে বা লেখে কোন মিথ্যা কথা বলে এতে তো তার শুধু গুনাহ হবে ইমানে কোন সমস্যা হবে না তাই তওবা করলেই হবে আল্লাহর কাছে ?
##গেছে বা গেছো এই জাতীয় শব্দ কি তালা''' এর কিনায়া বাক্য বা কিনায়া তালা'''' এর অন্তর্ভুক্ত এই বাক্য গুলার দ্বারা তো কোন তালা''' জনিত সমস্যা হওয়ার সম্বাবনা নেই ?
##রাখো /রাখ /বদলান এইগুলা ও কি কিনায়া বাক্য বা কিনায়া বাক্য এর অন্তর্ভুক্ত ?
(আমার প্রতিটা প্রশ্ন ভালো করে পড়ে সম্মানিত হুজুররা জবাব দিয়েন শেষ এর কিনায়া বাক্য নিয়ে প্রশ্ন গুলার ও জবাব দিয়েন )