আসসালামু আলাইকুম।
আমি আল্লাহর নগন্য বান্দা, আমার দ্বীনের বুঝ অনেক বেশি এমন না। কিন্তু পালন করার চেষ্টা করি। এখন এমন কারো বিয়ের প্রস্তাবে রাজি হওয়া জায়েজ হবে কিনা যার দ্বীনের বুঝ নেই। উল্লেখ্য আমার আব্বু ৪ বছর বয়সে মারা যান, এরপর আম্মুর ২য় বিয়ে হয়, আম্মুর ২য় সংসারে আমি থাকি, আমার বয়স এখন ২৭+,, দ্বীন্দার পাত্ররা আমাকে রিজেক্ট করছে। আমি এখন কি করব? সবর করব? নাকি রাজি হওয়া উচিত?
আমি আম্মুর এই সংসারে কষ্ট করেছি অনেক। এখন দ্বীনের বুঝ নেই এমন কারো পরিবারের সাথে সমস্যায় পরব কিনা আতংক কাজ করে, এইদিকে বয়স হয়ে যাচ্ছে। আমার করণীয় জানতে চাই কারণ উল্লেখ্য, আমার আপন মাহরাম নেই যারা সু পরামর্শ দিবেন।