ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم
" ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ "
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)আরোএ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3747
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাকে যদি তিনি নির্দিষ্ট কোনো খাতে খরচ করার জন্য ঐ টাকা হাদিয়া দিয়ে থাকেন, তাহলে আপনাকে সেই খাতেই খরচ করতে হবে। ভিন্ন উৎসে খরচ করলে,তার কাছ থেকে অনুমতি নিতে হবে।কেননা সে আপনাকে ঐ টাকার মালিক বানিয়ে দিচ্ছেন না। বরং লেনদেন করার জন্য আপনাকে অনুমতি দিচ্ছেন। যাকে এবাহত বলা হয়। তবে যদি সে আপনাকে মালিক বানিয়ে দেয়,এবং বলে, তোমাকে আমি ঐ মালিক বানিয়ে দিলাম, তাহলে আপনি যে কোনো খাতে ব্যবহার করতে পারবেন। তার কাছ থেকে বিষয়টা পরিস্কার ভাবে জেনে নিবেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3451
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনাকে দোকানের মালিক ঐ টাকার মালিক বানিয়ে দিচ্ছেনা, তাই আপনার জন্য শুধুমাত্র নাস্তা বাবৎ খরচ করাই জায়েয হবে। নাস্তা ব্যতিত অন্য খাতে খরচ করা জায়েয হবে না।