আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
১/ ছেলেদের পারভেজ নামটি কি ইসলাম শরিয়ত?

২/একজন থেকে শুনেছি এটা এমন এক ব্যক্তির নাম যে আমাদের নবীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক কষ্ট দিয়েছে। কিন্তু আমি কোথাও এটা খুঁজে পাচ্ছি না। এটা কি সত্য?

৩/ নাম কি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে?

৪/ নাম রেখে ফেলার পর যদি জানে নামটার সম্পূর্ণ/ অর্ধেক ভালো না তাহলে নাম পরিবর্তন করতে কি কিছু করতে হবে?

1 Answer

0 votes
by (606,270 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পারভেজ নামটি ফারসি শব্দ। যার অনেক অর্থ হতে পারে, (১) বিজয়ী (২) সুভাগ্যবান (৩) খুশী (৪) মূল্যবান (৫) অত্যান্ত ভালো (৬) ভদ্র (৭) ধনাঢ্যতা (৮) সমামান ও মর্যাদা। (ফিরুযুল লুগাত)
অর্থের দিক বিবেচনায় এই নাম রাখা যাবে। তবে দুই কারণে এই নামটি না রাখাই উচিৎ। (ক) এটা আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিঠিকে বিদীর্ণকারী ও অপমান কারীর নাম। (খ) এরকম কোনো নাম কোনো সাহাবীর ছিল না। 

যদি কারো এমন নাম রেখে ফেলা হয়, এবং সহজে পরিবর্তন করা সম্ভব হয় , তাহলে এমন নাম পরিবর্তন করাই শ্রেয়।

"پرویز" فارسی زبان کا لفظ ہے اور اس کے متعدد معنی ہیں:
1- فاتح 2- خوش نصیب 3- خوش 4- قمتی 5- نہایت اعلی 6- مہذب 7- سخاوت 8- شان و شوکت۔ (فیروز اللغات)
معنی کے لحاظ سے فی نفسہ  یہ نام رکھنا درست ہے، لیکن دو وجہ سے یہ نام رکھنا مناسب  نہیں:
اول یہ کہ   رسول اللہ ﷺ کے دشمن شاہِ ایران کا لقب ہے، جس نے رسول اللہ ﷺ کا والا نامہ چاک کیا تھا۔دوم یہ کہ کسی  صحابی رسول ﷺ کا نام نہیں ہے۔ اس کے بجائے کسی نبی علیہ السلام یا کسی صحابی رسول ﷺ کے نام پر نام رکھنا  چاہیے۔ فقط واللہ اعلم
فتوی نمبر : 144202200539
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দে বর্ণিত আছে,
پرویز نام رکھنا مسلمانوں کے لیے اس اعتبار سے اچھا نہیں سمجھا جاتا کہ پرویز، شاہِ ایران کا نام تھا، جس نے آنحضرت صلی اللہ علیہ وسلم کا نامہٴ مبارک چاک کردیا تھا، یا مشہور منکر حدیث کا نام تھا، ویسے لغوی اعتبار سے پرویز کے تمام معانی اچھے ہیں، اگر نام رکھنے کے وقت آپ کے گھر والوں کی نیت یہ نہیں تھی کہ پرویز کافر کے ساتھ مشابہت ہوجائے، اور اس نام کو تبدیل کرنے میں بہت ساری پریشانیوں کا سامنا بھی ہو، تو اس کو (پرویز نام کو) براقرار رکھنے کی گنجائش ہے، البتہ اگر یہ ہوسکے کہ کاغذات میں تو پرویز نام ہی باقی رکھیں کیوں کہ ہرجگہ بدلنا مشکل ہے، البتہ اپنے عُرف وماحول میں کوئی دوسرا مناسب نام تجویز کرلیں۔ تو ایسا کرنا اچھا ہے۔ واللہ تعالیٰ اعلم
فتوی: 1132=1132/م
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...