আসসালামু আলাইকুম।
ঘটানাটা একটু জটিল।এখানে অনেকগুলো চরিত্র আছে।
****প্রথমে লেনদেন হয়,আমার বাবা,আমার বাড়ির কাকা এবং আমার বাবার বন্ধু।
**** এরপর আবার লেনদেন হয় আমার বাবা এবং মুহাম্মদ নামের এক লোক,এবং সেই বাড়ির কাকার মাঝে।এই দিকগুলো খেয়াল রাখবেন একটু।এদিকে মানুষ ৪ জন।
----
আমার বাবার বন্ধু সবসময়ই আমাদের বাড়িতে আসতো,খুব ঘনিষ্ট সম্পর্ক ছিলো।তো সেই বন্ধু বাবার থেকে ৫ হাজার টাকা ধার চায়।বাবার কাছে তখন না থাকাতে বাড়ির এক কাকাকে বলে।সে সুদ খায় আস্তাগফিরুল্লাহ। সে টাকাটা নেয় এভাবে যে তাকে ৫ হাজার টাকা ধার দিবে সামনের বছর সেটা ফেরত দিতে হবে ৬,৮০০।(আমাদের এদিকে সুদের আরোও জঘন্য সিস্টেমে সুদ খায়,মানে এইসব লোকরা আগেই বলে এখন আমি তোমাকে ৭০ হাজার টাকা দিলাম, আগামী বছর ১ লাখ টাকা দিবা আমাকে,মানে সে আগে থেকেই সুদের টাকাটা কেটে রাখে)
তো কথা হলো বাবার বন্ধু টাকাটা নেয়,কিন্তু সে তিন মাস পরেই সুদসহ ৬,৮০০ টাকা বাবাকে ফেরত দেয়(যেহেতু বাবার বন্ধু সে অতএব বাবাকেই চিনে,কাকাকে না)
কাহিনী শেষ এদিকেও হতে পারতো,যদি বাবা টাকাটা কাকাকে দিয়ে দিতো।
*** এবার মুহাম্মাদ নামের এক লোক তখন-ই বাবাকে কল দেয়,তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য।তখন বাবা ভাবলো বন্ধু তো টাকা তিন মাসেই ফেরত দিলো,চাইলে এটা আরোও ৯ মাস রাখা যেতো।যেহেতু এক বছরের ধার ছিলো এটা। তো এখন সে চাইলে এই ৫ হাজার টাকা মুহাম্মদরে দিতে পারে। বাবা টাকাটা মুহাম্মদরে দিলো এবং কাহিনীও বললো এটা যে সেই কাকার টাকা এবং সে সুদ নিবে ১৮০০ টাকা।মুহাম্মদ ৫ হাজার টাকা নিলো সেই শর্তে।
খেয়াল রাখবেন বাবার কাছে কিন্তু তার বন্ধু ৬,৮০০ টাকা দিছিলো সুদসহ।বাবা আবার মুহাম্মদরে শুধু ৫ হাজার দিছে, ১৮০০ টাকা কিন্তু রয়ে গেলো বাবার কাছে।
*** টাইম শেষ হওয়ার পর মুহাম্মদও বাবাকে ৬,৮০০ টাকা ফেরত দিলো।এই টাকা এবার বাবা সেই সুদ খাওয়া কাকাকে দিয়ে দিলো।
এবার হইলো আসল প্রশ্ন,
বাবার কাছে রয়ে যাওয়া সেই বন্ধুর ১৮০০ টাকা বাবা কাকে দিবে?বাবা এটা বুঝতে পারতেছে না।
যেহেতু সুদখোরও টাকা ঠিকমতো পেলো,বন্ধুও ৬,৮০০ টাকা ফেরত দিলো চুক্তিমতো,মুহাম্মদও চুক্তিমতে টাকা দিলো।মাঝের ১৮০০ টাকার আসল মালিক কে?বাবার ভুল ছিলো বন্ধুর টাকাটা এনে আবার মুহাম্মদকে দেওয়া ঐ কাকার সুদের সিস্টেমেই(যেহেতু টাকাটা কাকার ছিলো)।
এখন ১৮০০ টাকা কে পাবে?বলে রাখা ভালো বাবার বন্ধুও মারা গেছে।
***
টাকা কে পাবে?
বন্ধুর পরিবার?
মুহাম্মদ?
নাকি কাকা?
নাকি অন্য কেউ?