ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হারাম শরীফে প্রবেশ করে কা'বা দেখার সাথে সাথে দু'আ করবেন অতি সংক্ষিপ্তাকারে।তারপর তাহিয়্যাতুল মসজিদের ২ রাকাত নামায পড়ে নিবেন।
(২) তাওয়াফের সময় এই দু'আ পাঠ করা সুন্নত
بْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰ
এবং সাঈ করার সময় এই দু'আ পাঠ সুন্নত।
رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ
তাওয়াফ ও সাঈ এর পরবর্তী নির্দিষ্ট কোনো)দু'আ নেই। নিজের ইচ্ছানুযায়ী যেকোনো দু'আ পাঠ করা যাবে।
(৩)
বিশেষ প্রয়োজনে মহিলারা মাহরাম ব্যতিত কাছাকাছি জায়গা তথা একদিন এক রাতের দূরত্ব সমপরিমাণ জায়গা সফর করতে পারবে । অবশ্যই সম্পূর্ণ পর্দাকে রক্ষা করে যেতে হবে এবং রাস্তা নিরাপদ হতে হবে। তবে এর চেয়ে বেশী মাহরাম ব্যতিত পারবে না। হ্যা, বিশেষ জরুরত হলে, তথা ভিন্ন কোনো রাস্তা না থাকলে এবং সেখানে যাওয়া জরুরী হলে তখন নেককার মহিলাদের এক জামাতের সাথে মাহরাম ব্যতিত সফর করার অনুমোদন থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2127
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার আম্মু একাকি মক্কায় যেতে পারবেন না। আপনার আম্মু কোনে মাহরামকে সাথে করেই নিবেন।