আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
63 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম।

আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে কনফিউজড এজন্য উত্তর কামনা করছি আপনার থেকে।

১. জন্মগত ভাবে অমুসলিম দেশের নাগরিকদের কি বিধান? শরিয়াহ তে বলা আছে অমুসলিম দেশে না থাকার ব্যাপারে। আমার দাদা অনেক আগে আমেরিকাতে সেটেল হয়েছিলেন পরিবার সমেত। পরবর্তীতে আমার পিতামাতা এর বিবাহ এখানে হয় এবং আমিও এখানেই জন্মগ্রহণ করি।

২. ছোটকালে একজন খ্রিষ্টান মহিলা ডাক্তার আমার সারকামসিশন করে, এইটা কি কোনো ইস্যু? অমুসলিম ডাক্তার দিয়ে করানো কি সমস্যার? তবে এখানে আরবি দেশ এর ডাক্তার ও রয়েছেন যারা বাড়িতে এসে করে থাকেন, তবে সেগুলো কস্টলি অনেক এজন্য বেশিরভাগ পরিবার তাদের প্রেফার করে না।

৩. মুসলিম অমুসলিম সব ধরণের ফ্রেন্ড আছে, এইটা কি কোনো সমস্যা?

৪. বর্তমানে ফাইন আর্টস এ অধ্যয়নরত। রিসেন্টলি শুনেছি এ ধরণের বিষয়ে পড়াশোনা নাকি জায়েজ নেই। এই বিষয়টা জানতে চাই।

৫. মিউজিক ও গান বাজনার বেশ ভক্ত আমি। বর্তমানে এগুলো ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশ, মিশর, পাকিস্তান সহ আরো কিছু দেশের বেশ কিছু মিউজিক বিহীন নাশিদ শুনে তার সাথে রিপ্লেস করে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। এইটা কি জায়েজ?

৬. যদি প্রথম প্রশ্নের উত্তর পজিটিভ হয় তাহলে জানতে চাই আমার জন্য কি অমুসলিম দেশের সরকারি চাকুরী করা জায়েজ হবে ভবিষ্যতে? সাপোজ Police / Army / CBP বা সিমিলার।

আমি বাংলা ভালোই জানি একই সাথে গুগল ট্রান্সলেট এর সাহায্য ও নিয়েছি। আশা করছি আপনাকে বুঝানোর জন্য প্রশ্নগুলো ঠিকভাবে লিখেছি। আপনার উত্তর কামনা করছি।

1 Answer

0 votes
by (604,200 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অমুসলিম দেশে বসবাসের দরুণ ঈমান আমলে বিরূপ প্রভাব পড়ে, যেজন্য ফুকাহায়ে কেরাম অমুসলিম দেশে বসবাস করতে নিষেধ করে থাকেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/3447

তবে নিজ ঈমান আমলকে মজবুত রাখার কারো দৃঢ় মনোভাব থাকলে, এবং দাওয়াত ও তাবলীগের নিয়ত অন্তরে থাকলে বা দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে নিয়োজিত রাখলে , তখন অমুসলিম দেশে বসবাস করা যাবে। তখন কোনো সমস্যা হবে না।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু আপনি জন্মগত ভাবে অমুসলিম দেশের নাগরিকদের আপনার দাদা অনেক আগে আমেরিকাতে সেটেল হয়েছিলেন পরিবার সমেত। এখন দ্বীন পালনে যদি আপনাদের কোনো অসুবিধা না হয়, তাহলে আপনারা আমেরিকাতে বসবাস করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। 

(২)  খ্রিষ্টান মহিলা ডাক্তার দ্বারা খতনা বা সারকামসিশন হওয়ার কারণে আপনার কোনো সমস্যা হবে না। 
হ্যা, অবশ্যই উত্তম ছিলো, কোনো মুসলামন ডাক্তার দ্বারা খতনা করানো ।

(৩) অমুসলিমকে বন্ধু বানানো যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/19257

(৪) ফাইন আর্টস চারুকলাতে যেহেতু ফটো ভাস্কর্য অঙ্কন ইত্যাদি শিখানো হয়, তাই এই শিক্ষা গ্রহণ করে ফটো ভাস্কর্য তৈরী করা জায়েয হবে না।

(৫) মিউজিক বিহীন নাশিদ শুনে রিপ্লেস করে মিউজিককে ছেড়ে দেওয়ার চেষ্টা করা প্রশংসনীয় ।

(৬) Police / Army / CBP ইত্যাদিতে চাকুরী করার দ্বারা ইসলাম ও মুসলমানের উপর যদি আঘাত আসে , আর আঘাত আসাটাই স্বাভাবিক,  তাই এই চাকুরীগুলো করা জায়েয হবে না।  তবে  ইসলাম ও মুসলমানের উপর কোনো আঘাত না আসলে, জায়েয হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
অনেক ধন্যবাদ স্যার। তবে প্রথম প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে বুঝিনি।
প্রথম প্রশ্নের উত্তরে যেই লিংক দিলেন তার সাথে আমার অবস্থান তো মিল হয় না । লিংকে তো মাইগ্রান্ট হওয়ার ব্যাপারে বলা। "জীবিকা উপার্জনের / পরাশুনার ব্যবস্থা" জন্য আসার ব্যাপারে।

কিন্তু আমার তো জন্ম এখানেই। কাকা ফুপি এবং কাজিনরাও এখানে সবাই। কিছু কাজিন বিবাহ করে সংসার ও করতেছেন. 
মা এর দিকের ও মোটামুটি অনেকেই আছেন. এছাড়াও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে নাগরিকত্ব দেয়না, স্থায়ী হওয়ার অপশন নেই। বাংলাদেশে হয়তোবা আমাদের স্থাবর অস্থাবর কিছু নেই, থাকলেও অজানা।
by (604,200 points)
আপনার প্রশ্নের সহজ উত্তর হল, যেহেতু আপনারা পূর্ব থেকেই সেখানে বসবাস করছেন, তাই আপনাদের কোনো সমস্যা হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...