আসসালামু আলাইকুম,
বোনের প্রশ্নঃ
নিফাস শেষ হবার পর প্রায় ৬ মাস যাবত ইস্তেহাযা চলছে। তাই, এতদিন ১৫দিন ইস্তেহাযা (তুহুর) ও ১০ দিন হায়েয ধরে সালাত আদায় করেছি।
এ নিয়মে গত মাসে ইস্তিহাযা শেষ হয়ে হায়েয শুরু হবার কথা ছিল ২৫/১১/২৪ তারিখ সকালে। যোহর থেকে হায়েয ধরার কথা। কিন্তু চেক করে দেখলাম, সাদাস্রাব আসছে। তাই নামাজ চালিয়ে গেলাম। ২৬ তারিখ অন্য রঙের স্রাব (ব্লাড নয়) দেখলাম। তাই ১০ দিনের হিসেবে নামায বন্ধ রাখলাম নিশ্চিন্তে। তারপর আর তেমন চেক করিনি।
৬/১২/২৪ তারিখে ফজরের পর হায়েয শেষ হবার সময় ছিল। ৪ তারিখ রাত ও ৫ তারিখ সকালেও সাদাস্রাব দেখলাম, তাই গোসল করে নামায পড়ি (৯ দিন হয়েছিল)। ৬ তারিখ ফজরের আগে (১০ দিন হবার কয়েক ঘন্টা আগে) আবার অন্য রঙের স্রাব দেখেছি।
৬ তারিখ ফজরের পর থেকে রক্তস্রাব আসা শুরু করেছে। যা এতদিন আসেনি। এতদিন হলুদ/বাদামী স্রাব এসেছিল ইস্তেহাযার সময়ে।
এখন পর্যন্ত পূর্ণ রক্তস্রাব চলমান।
প্রশ্ন ১ ঃ ২৬ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত কি হায়েয ধরা হবে?
প্রশ্ন ২ঃ বর্তমান রক্তস্রাব কি তুহুর না হায়েয?