একজন সম্পূর্ণ হালালভাবে ব্যবসা করছেন, কোন লোন বা সুদের লেনাদেনা নেই। পাশাপাশি ইনভেস্টমেন্ট এর উপর যাকাত দেন।
১। মাসে মাসে সরকারি ভ্যাট বা কর না দিলে কি গুনাহ হবে?
২। একদিন সরকারি লোক আসে ভ্যাট নিয়ে কথা বলে যায়, এতদিন ভ্যাট দেয়া হয়নি, এখন থেকে প্রতি মাসে ৫হাজার করে দিতে হবে কিন্তু বিগত দিনে অনেক ভ্যাট জমা হয়েছে। মওকুফের জন্য কথা বলতে গেলে ১৩হাজার টাকা ঘুষ চায়। এটা না দিলে বিভিন্ন সমস্যা হতে পারে। এতদিনের ভ্যাট পরিশোধ সম্ভব না। এমতাবস্থায় কি করণীয়?? একটু পরামর্শ দেয়ার অনুরোধ। হারাম-হালাল মানার চেষ্টা করা হয় আলহামদুলিল্লাহ, ঘুষের মত গুনাহ চাপবে এটা মানসিকভাবে পীড়াদায়ক।