আসসালামু আলাইকুম।
এক যুবতীর সাথে এক যুবকের বিয়ের কথা চলছিল। বিভিন্ন সমস্যার পরও বিয়ের কথা আগাচ্ছিল বলে দেখা যাচ্ছিল। হঠাৎ কোন কারণ না দেখিয়েই ছেলেপক্ষ শেষ মুহূর্তে বিয়ে ভেঙ্গে দেয়। এরপর ছেলে আবার মেয়ের এক আত্মীয়কে জানায় যে সে তার বাবা মাকে রাজি করানোর চেষ্টা করছে। এমন সময় ছেলের কিছু আচরণে বিরক্ত হয়ে মেয়ে রিয়েক্ট করে বসে। রিয়্যাকশন ঠিক না, শুরু থেকেই ছেলের কিছু বেয়াদবিপূর্ণ আচরণ মেয়ে ও তার পরিবারের ভালো লাগেনি সেটাই মেয়েটা স্পষ্টভাবে জানিয়ে দেয় আর ছেলের হিদায়াতের জন্য দুয়াও করে দেয়। ছেলেটা আগেই বলে রেখেছিল যে সমালোচনা নিতে পারে - একথা মাথায় রেখেই মেয়ে এসব কথা বলে দেয়। ছেলেটা জানায় এসব কথায় সে কষ্ট পেয়েছে। মেয়েটা সরি বললে সে বলে যে এসবে তেমন কিছু মনে করেনি। মেয়েটা ভাবে যে যাক তাহলে এখনো কথা চলছে।
কিন্তু এরপর ছেলে শুরু করে কনফিউজিং আচরণ। মেয়ে বা তার পরিবারকে এটাও জানায় না যে সে তার বাবা মাকে মানিয়েছে নাকি মানায় নি। বারবার জিজ্ঞাসা করেও উত্তর মেলেনি। হঠাৎই ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়।ছেলেপক্ষ মেয়ে ও তার পরিবারের সাথে এত অসভ্যতার পর মেয়ে ট্রমায় চলে যায়। আর যারাই এই ঘটনা জানে সবাই ছেলেকে অভিশাপ দেয় (ঘটনা আরও অনেক গভীর যা এখানে আলোচনা সম্ভব নয়)। সবচেয়ে বড় কথা হল যে এতকিছুর পরও ছেলে বা তার বাবা মা কারও কাছে ক্ষমা চায়নি।
এরপর কেটে যায় বহুদিন। গতকাল রাতে মেয়েটা হঠাৎ স্বপ্ন দেখে যে ছেলেটা বারবার ঢাকা থেকে খুলনাগামী ট্রেন কোন পর্যন্ত এসেছে সেটা চেক করছে। বলা ভালো যে দুজনের বাড়িই খুলনা বিভাগে, তাদের দুজনেরই খুলনায় আত্মীয় থাকেন। মেয়েটা জিজ্ঞাসা করে যে তুমি বারবার সময় চেক করছ কেন। ছেলে উত্তর দেয় যে তুমি কখন আসবা সেটা বুঝার জন্য। মেয়েটা উত্তর দেয় যে আমি তো তোমার সামনেই আছি। ছেলে উত্তর করে যে না তুমি আমার সামনে নেই, তোমার আত্মা আর আমার আত্মা মিলিত হয়েছে তাই এরকম দেখা যাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কী?