আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
আমি স্বপ্নে দেখলাম,, আমার ভাই মারা গেছে, সে পূর্ব দিকে মাথা পশ্চিমে পা দিয়ে উপুর হয়ে শুয়ে আছে। মাথায় রক্ত, কি জানি মাথায় পড়ছে যার কারণে মারা গেছে৷ আমি বলতেছি সে জান্নাতি সে খুব ভালো ছিল। স্বপ্নটা তাহাজ্জুদের সময় দেখছি।
এই স্বপ্নের ব্যাখ্যা কি? বাস্তবে জীবিত স্বপ্নে আমি তাকে মৃত দেখছি।
আমার ভাই বাস্তবে, মোবাইলে আসক্ত। সে নামাজ কালাম কিছুই পড়েনা। মায়ের সাথে খারাপ ব্যবহার সবার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি তার হেদায়েত এর জন্য দুয়া করি।
★ আমি অন্য কাউকে স্বপ্নটা বলে ফেলছি, তারপর আমি তার কাছে বলছি, হয়তো আল্লাহ আমার ভাইকে হেদায়েত দিবেন।