আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
44 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
edited by

//কেউ যদি তার বউকে আপু/apu/oi bon /ওই বোন / বোন বলে এবং মনের মধ্যে নিয়ত যেইটাই থাকুক না কেনো এতে কি কোন রকম বা কোন ভাবে যিহার হওয়ার সম্বাবনা আছে??

বোন বলা আপু বলা আর বোন এর মত বলা তফাত আছে কথা গুলায় এবং বোন এর মত বলে বোন এর কোন অঙ্গের সাথে তুলনা করা বা মনে মনে যদি আমার মা বা বোন আমার জন্য হারাম এমন চিন্তা বা নিয়ত হয় এবং বলে তুমি আমার মা এর বা বোন এর মত তখন সমস্যা হতে পারে কিন্ত যখন শুধু বোন বা আপু এমন বললে কি কোন যিহার হবে জানাবেন প্লিস।

// এইখানে যে মা বা বোন এর মত আমার জন্য হারাম লেখলাম এতে কোন যিহার তো হবে না উস্তাদ?

উত্তর / সমাধান দিয়ে পেরেশানি বা এই নিয়ে চিন্তা কম করবেন।

// হুজুর আগে আমি আমার বউ কে আর আমার আমাকে মজা করে দুষটামি করে শয়তান বলতাম বা শয়তান বলে ডাকতাম এখন তেমন ডাকি না বা এখন আর শয়তান বলে আমি বা আমার বউ কেউ কাউকে শয়তান বলে অনেক দিন ধরে ডাকি না তো কথা হচ্চে স্বামী স্ত্রী দুইজন দুইজন কে এইভাবে শয়তান বলে ডাকলে সেইটা যেই কারনেই হোক মজা করে বা এমনে বা যেই কোন কারনে কোন সমস্যা তো নেই বিবাহিত সম্পর্কে বা এতে কি শুধু গুনাহ হবে এইভাবে ডাকাই?? মুলত মেসেজ এ যখন কথা হতো তখনি প্রায় সময় এমন বলে ডাকতো মেসেজ এ জানাবেন তাহলে এইসব পরিহার করার চেষ্টা করবো।

//হুজর আমার বদঅভ্যাস আছে musterbation করার তো আমি ৩/৪ দিন আগে গোসল এর আগে musterbate করে তারপরে গোসল করি এখন গোসল করার পরে বা গোসল করে আসার পরে হয়ত আমার লজ্জাস্তান দিয়ে কামরস বের হয়েছে এবং তা হয়ত শরীরে বা পেন্ট এ ও লাগছে কিন্ত আমি তা বেশি গুরুত্ব দিনাই বা ওই দিকে তেমন খেয়াল করিনাই কিন্তু যতটুকু বুজসি বের হয়েছে কিন্ত আমি বিকালে অজু করে তারপরে নামাজ পরি আসর এর আমার কি নামাজ পরে আবার পড়ে নিতে হবে নাকি আমার নামাজ কি হবে আর পড়তে হবে?

হুজুর কয়েকবারি এডিট করে প্রশ্নটা বা প্রশ্নগুলা আপনাদের কাছে পেশ করার চেষ্টা করলাম যতটুকু বা যেইটা যেইটা জানার আশা করি ফাতওয়া দিবেন।

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যিহার হল,স্বামী কর্তৃক  স্ত্রীকে নিজ মাহারাম মহিলা বা তার  অঙ্গের সাথে তুলনা করা।
আবার স্ত্রী এমনটা বললে যিহার হবে না।যেমনঃ
(ﻭَﻇِﻬَﺎﺭُﻫَﺎ ﻣِﻨْﻪُ ﻟَﻐْﻮٌ) ﻓَﻼَ ﺣُﺮْﻣَﺔَ ﻋَﻠَﻴْﻬَﺎ ﻭَﻻَ ﻛَﻔَّﺎﺭَﺓَ ﻭَﺑِﻪِ ﻳُﻔْﺘَﻰ ﺟَﻮْﻫَﺮَﺓٌ ﻭَﺭَﺟَّﺢَ اﺑْﻦُ اﻟﺸِّﺤْﻨَﺔِ ﺇﻳﺠَﺎﺏَ ﻛَﻔَّﺎﺭَﺓِ ﻳَﻤِﻴﻦٍ.
মহিলা কর্তৃক যিহার তথা স্বামীকে নিজ পিতা ইত্যাদির সাথে তুলনা করলে কোনোপ্রকার হুরমত প্রমাণিত হবে না।এবং কাফফরা ও আসবে না।এটাই গ্রহণযোগ্য মতামত।তবে ইবনুশ শিহনাহ রাহ শপথ ভঙ্গের কাফফরা অনাদায়ের কথা বলেছেন।
(আদ্দুর্রুল মুখতার-৩/৪৬৭,ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১৩/৩৩০)

সুতরাং 
স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে ভাই বোন ডাকলে যিহার হবে না।এবং পরস্পর পরস্পরের জন্য হারামও হবে না।তবে এমনটা মাকরুহ হবে।
ويكره قوله أنت أمي ويا ابنتي ويا أختي ونحوه
(রদ্দুল মুহতার-৩/৪৭০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
প্রশ্নের বিবরণ মতে জিহার হবে না। জিহার হওয়ার জন্য নিজ মাহরামে আবদি মহিলাদের অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গের তুলনা করা শর্ত। 

বিবি থাকাবস্থায় হস্তমৈথুন, এটা চরম পর্যায়ের গর্হিত কাজ।আল্লাহর কাছে তাওবাহ করুন।এবং ডাক্তারের শরণাপন্ন হোন। ইয়াকিন বিশ্বাস ছাড়া কোনো হুকুম আরোপিত হয়না।কোনো কিছু বের হওয়ার পূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকলে কেবল তখনই অজু করতে হবে।কাপড় পরিবর্তন করতে হবে। নতুবা অজু করতে হবে না এবং কাপড়ও পরিবর্তন করতে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (10 points)
edited by
বিবি হুজুর আমার শ্বশুর বাড়িতে কারন পারিবারিক ভাবে উঠিয়ে আনা বাকি। এবং উস্তাদ আমি তো বল্লামি আমি বুজেছি যে আমার কিছু বের হয়েছে কিন্ত আমি তেমন সেইটা কে গুরুত্ব বা অইদিকে নজর দিনাই ভালো ভাবে নজর দিলে তো হয়ত কাপড় অন্যটা পরে বা পেন্ট এর ওই জায়গায় পানি দিয়ে তিন বার ধুয়ে নিতাম কিন্ত বিকালে নামাজ পড়বো এমন চিন্তা ছিলো না কিন্ত পরে যখন পড়া লাগবে তো আর বাসায় এসে যে আমি জামা অন্যটা বা কিছুটা ওই জায়গায় ধুয়ে নিবো তাও সম্বব ছিলো না (আর ততখন পর্যন্ত স্বাভাবিক ভাবেই বলা যাই যখন বের হয়েচে কিছু ওইটা ততখনে শুকিয়ে গেসে তো কোন দিকে লাগসে তখন বুজা ও মুস্কিল আশা করি বুজতে পারছেন আমার কথা) মসজিদ থেকে বাসা দূরে ছিলো তাই অযু করে নামাজ টা পড়ি এখন কি আমাকে পুনরায় নামাজ টা পড়তে হবে আবার জানাবেন জলদি এবং পরামর্শ দিবেন এই বদঅভ্যাস কিভাবে দূর করতে পারি ?

যেহেতু পানি বা কামরস বের হয়েছে কিন্তু এমন না sperm বের হয়েছে আবার তা ও হতে পারে কিন্ত এইটা এখন মনে হচ্চে যখন এমন হয় বা যেইদিন এমন হয় তখন বা যখন প্রশ্ন করি তখন এমন হয় নাই। কারন আমি musterbate করার পরার যদি গোসল করি গোসল শেষ এ আমি আমার লজ্জাস্থান এ টিসু্ দিয়ে পেছিয়ে রাখি যার জন্য লজ্জাস্থান থেকে কিছু বের হলে ও জামা বা আমার পেন্ট বা শরীরে লাগে না।  

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...