আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in পবিত্রতা (Purity) by (2 points)
আসসালামু আলাইকুম উস্তায।

রিসেন্টলি একটা বৃদ্ধ মহিলাকে মাইয়্যাতের গোসল করাই। গোসল করানোর আগে চাদরের নিচে হাত গেলে বুঝতে পারি হাত ধরা। এর পর তার ফ্যামিলির এক সদস্য যখন গোসল দেখতে আসে তখন অস্বাভাবিক আচরণ শুরু করে। প্রচুর কান্না,চিৎকার করে। স্বাভবিক হচ্ছিলো না।

মৃত ব্যক্তির বয়স ১১০+ ছিলো। মানুষ হিসেবে ভালো ছিলো। মনে রাখতে পারতেন না কতো রাকাত নামাজ পরছেন তাও নামাজ কাজা হতোনা।
আমার প্রশ্ন হলো, মৃত ব্যক্তির নাড়াচাড়া ইসলামিক ব্যাখ্যা কি? কেনো হয় বা এমন হলে কি করনীয়?

1 Answer

0 votes
by (63,450 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

জবাব,

প্রশ্নেল্লিখিত বিষয়ে মেডিকেল সাইন্সের ব্যাখ্যা রয়েছে এবং ব্যাখ্যাটি আমার জানা মতে কুরআন ও হাদীসের সাথে সাংঘর্ষিক নয়।

মরার পরে মৃত মানুষের জেগে ওঠা, হঠাৎ নড়াচড়া করা এটি খুবই রেয়ার ঘটনা। নিন্মোক্ত তিন কারনে এটা সম্ভব তার মানে এই নয় যে মৃত মানুষ জীবিত হয়ে উঠেছে অথবা ডাক্তার ভুল করে মৃত ঘোষণা করেছে।

১. Rigor mortis (রাইগর মরটিস)মৃত্যু পরবর্তী লাশের নড়াচড়া করা।এটা মৃত্যুর ১-২ ঘন্টা পর মৃতের শরীরে জৈব রাসায়নিক পরিবর্তনের ফলে স্বাভাবিক ঘটনা। জীবিত অবস্থায় বিভিন্ন ঔষধ প্রয়োগের ফলে ও এইরুপ নড়াচড়া হতে পারে।

২. Cadaveric spasm (ক্যাডাভারিক স্পাজম)মৃত্যুর ১-২ ঘন্টা পর লাশের পুরো শরীর খিচুনি দেয়া।

৩. Lazarus syndrome (লাজেরাজ সিন্ড্রোম)মৃত ঘোষণার পর রোগির চোখ মেলে চেয়ে তাকানো, উঠে বসা, হাত পা নাড়ানো ইত্যাদি। এইগুলো জীবন ফিরে পাওয়া নয় বরং মৃত মানুষের স্বাভাবিক ঘটনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...