ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাব,
প্রশ্নেল্লিখিত বিষয়ে মেডিকেল সাইন্সের ব্যাখ্যা রয়েছে এবং ব্যাখ্যাটি আমার জানা মতে কুরআন ও হাদীসের সাথে সাংঘর্ষিক নয়।
মরার পরে মৃত মানুষের জেগে ওঠা, হঠাৎ নড়াচড়া করা এটি খুবই রেয়ার ঘটনা। নিন্মোক্ত তিন কারনে এটা সম্ভব তার মানে এই নয় যে মৃত মানুষ জীবিত হয়ে উঠেছে অথবা ডাক্তার ভুল করে মৃত ঘোষণা করেছে।
১. Rigor mortis (রাইগর মরটিস)মৃত্যু পরবর্তী লাশের নড়াচড়া করা।এটা মৃত্যুর ১-২ ঘন্টা পর মৃতের শরীরে জৈব রাসায়নিক পরিবর্তনের ফলে স্বাভাবিক ঘটনা। জীবিত অবস্থায় বিভিন্ন ঔষধ প্রয়োগের ফলে ও এইরুপ নড়াচড়া হতে পারে।
২. Cadaveric spasm (ক্যাডাভারিক স্পাজম)মৃত্যুর ১-২ ঘন্টা পর লাশের পুরো শরীর খিচুনি দেয়া।
৩. Lazarus syndrome (লাজেরাজ সিন্ড্রোম)মৃত ঘোষণার পর রোগির চোখ মেলে চেয়ে তাকানো, উঠে বসা, হাত পা নাড়ানো ইত্যাদি। এইগুলো জীবন ফিরে পাওয়া নয় বরং মৃত মানুষের স্বাভাবিক ঘটনা।