اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
এক বোন স্বপ্নে দেখে-
আমি নানু বাড়িতে অবস্থান করছি,তখন একটা বড় জীবিত মাছ আমার হাতে দেওয়া হয়েছে,সম্ভবত কাটতে,
কিন্তু মাছের সাইজ এত বিশাল আমি তা সামলাতেই পারছি না,
মাছটা সামলাতে সামলাতে আমি ঘর থেকে বাহিরে বের হয়ে আসি,বাসার সামনে শুকনা একটা গভীর খাল, আমি মাছটা সহ ঐ গভীর খালের মধ্যে পড়ে যাই, ততক্ষণাৎ মাছ টা আমার হাত থেকে (অল্প পানি ছিল)তার মধ্যে দিয়ে চলে যায়,
আমি কাঁদার মধ্যে থেকে উঠার অনেক চেষ্টা করি কিন্তু উঠতেই পারিনা,একজন মহিলা এসে আমাকে তোলার চেষ্টা করল কিন্তু পারল না, এভাবে অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়,
শেষে ২ জন মধ্যে বয়সী লোক এসে আমাকে উঠানোর চেষ্টা করে কিন্তু তাও পারছে না,পরে অনেক টেকনিক অবলম্বন করে অনেকে মিলে আমাকে সেখান থেকে উঠায়, আর গ্রামের অনেক মানুষ এসে জড়ো হয়
(স্বপ্নটা ভোররাতে দেখে ঘুম ভেঙে যায়, হালকা ভয় লাগে)
এর ব্যাখ্যা কি?