On Behalf Post
আসসালামু আলাইকুম
আমি বারবার বাবাকে নিয়ে স্বপ্ন দেখি।বাবার প্রতি নর্মালি দুর্বল আমি, এছাড়াও অসুস্থ আমার বাবা,সেই কারণে একটা ভয় থেকেই যায়, ঐ ভয় থেকেও হতে পারে কিংবা,অন্য কোনো কারণও হতে পারে।
তো, মেইনলি স্বপ্ন দেখেছি তিনদিন। একদিন দেখেছিলাম,রুহ চলে যাচ্ছে,/গেছে। কোলে নিয়ে দৌড়াচ্ছি।
আরেকদিন দেখেছি স্ট্রোক করেছে মুখ বাকা হয়ে গেছে,রুহ চলে যাচ্ছে এমন,তৃতীয় টা মনে পড়ছে না তবে এই রিলেটেড ছিলো।
এমন স্বপ্নগুলো কেন দেখছি? কোনো কারণ আছে? এখন এর জন্য কী করনীয়?
*বাস্তবিক জীবনে একবার স্ট্রোক করেছে।একটা ভয় তো থেকেই যায়।
এবং প্রায় বলে, বুকে ব্যাথা করছে।চিকিৎসা তো চলতেছে।