ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াদাকে পূর্ণ করা ওয়াজিব না মুস্তাহাব? এ সম্পর্কে অবশ্যই মতপার্থক্য রয়েছে।ইমাম শা'ফেয়ী ও ইমাম আবু হানিফা এবং জুমহুর উলামায়ে কেরামের মতে ওয়াদাকে পূর্ণ করা মুস্তাহাব।যদি সে ওয়াদাকে ভঙ্গ করে ফেলে তাহলে যেন সে উত্তমতাকে পরিত্যাগ করল,এবং শক্ত মাকরুহে তানযিহি সম্ভলিত কাজে লিপ্ত হল।কিন্তু সে আবার গোনাহগার হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হজ্বের জন্য টাকা জমা করার দ্বারা হজ্ব ফরয হবে না। হজ্ব করা তখনই ফরয হবে, যখন হজ্ব করার মত প্রয়োজন অতিরিক্ত টাকা আপনার হাতে থাকবে। সুতরাং আপনি এই মুহূর্তে উমরা করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।