# হুজুর আরও মাস খানেক আগে (অক্টোবর এর ৪তারিখে পোস্ট করি) যে কালিমার পতাকা নিয়ে facebook এ সবাই প্রতিবাদ করসিলো তা হয়ত জানেন তো আমি ও করি তো এখন কথা হচ্চে প্রতিবাদ এর উদ্দেশ্য হোক এর যেইকোন উদ্দেশ্যই হোক না কেন আমি তো পোস্ট করি তো আমি আমার পোস্ট এ এইটা লেখি ⬇️
লা ইলাহা ইল্লাল্লাহু (لا إله إلا الله)
ফুটবলের ফ্ল্যাগ সমস্যা নাই
৬ রঙের ফ্ল্যাগ সমস্যা নাই
কালেমার ফ্ল্যাগ ভেরি ভেরি সমস্যা
আমার জীবনে অনেক সমস্যা তাই ফ্ল্যাগটা এখানে দিয়ে রাখলাম সমস্যা আরো বাড়াইতে
#allah
তো এইখানে যে আমি কালেমার ফ্ল্যাগ ভেরি ভেরি সমস্যা লেখসি এইতে কোন ইমানে তো সমস্যা হবে না আজকে পোস্ট টা দেখে এমন চিন্তা আসে আমি যে ভেরি ভেরি সমস্যা লেখসি এতে কোন গুনাহ বা সমস্যা তো হবে না আবার ইমানে?
তখন অনেকেই প্রতিবাদ করে এমন নানান caption দিয়ে আমি ও করি এতে কোন সমস্যা তো নেই। হয়ত আমি কারো লেখা কপি করে তারপরে আমার পোস্ট এর caption এ পেস্ট করি যাইহোক যদি আমি তা করি বা লেখি এই কথাটা বা লাইনটা তাতে তো কোন সমস্যা হওয়ার কথা মনে হয় না তাও জবাব দিবেন আমি আমার মতামত দুইটাই বললাম। আর আমি cover photo তে পোস্ট করি। এইযে লিংক দেখে নিবেন:https://www.facebook.com/photo.php?fbid=1054459316472004&set=a.100777155173563&type=3&app=fbl
## হুজুর আমি আমার বউ এর messenger এ ডুকে আমার কিছু কথা মেসেজ বা ছবি বা শায়েরি ইত্যাদি ও তার messenger এর ইনবক্সে সেভ করে রাখে মাঝে মাঝে বা প্রায় সময় তো আমি ওর ইনবক্সে ডুকে দেখি অনেক আগে আমার বিবাহের আগে মানে বিবাহ হয় আগস্ট এ তারো আগে যেমন জুন এর মাজা মাজি বা সোজা কথায় জুন মাসেই বা জুন মাসের মধ্যেই আমি ওকে একটা লিংক দি youtube এর এক হুজুর এর যেইখানে ছেড়ে দি,,,,,, এবং ইত্যাদি আরও কিছু কথা ছিলো হুজুর বা মুফতি সাহেব এর তো আমি এইটা দেখে কিছু টা আমার মধ্যে কেমন জানি চিন্তা বা ভয় বা বলতে পারেন হাল্কা বা অল্প পেরেশানি কাজ করে তো আমি ভাবসি মেসেজ টা মুছে দিবো কিন্তু আমি হয়ত কয়েকবার বা ২/৩ বার হয়ত ওই মেসেজ টার মধ্যে বা মেসেজ টার উপরে ক্লিক করি কিন্ত আমার সাহস বা হিম্মত হচ্ছে না বা পাচ্চিনা হয়ত অই মেসেজ টা specific ভাবে মুছে ফেলার তাই আমি পুরা মেসেজ এর chat টাই delete করে দি এর পরে আবার সন্দেহ শুরু হয় কত তারিখের ছিলো মেসেজ টা আমি আমার আইডি এবং আমার ওয়াইফ এর আইডি তে ডুকে অনেক চেষ্টা করলাম যে কই তারিখ এর অই মেসেজ টা দেখলে হয়ত কিছু টা চিন্তা বা হয়ত এইখানে আমি এখন যে প্রশ্ন করতাসি তা করতাম না আমি যদি আমার বউ কে উদ্দেশ্য করে তালা''''' বলতাম বা লেখতাম তাহলে এমন চিন্তা হওয়া স্বাভাবিক কিন্ত লেখি নাই বলিনাই শুধু আগের মেসেজ দেখে এবং তা delete করার পর থেকে এমন অহেতুক চিন্তা হওয়া শুরু হয় তাই প্রশ্ন করলাম যেন আপনাদের থেকে উত্তর টা জানলে আর চিন্তা ও হবে না আর ভাব্ব ও না এই নিয়ে।আমার আগের প্রশ্ন গুলা দেখলে বুজবেন আমার ওসিডি বা ওয়াস ওয়াসার সমস্যা আছে তা আপনারা দেখেই বুজতে পারবেন এই যাবত আমার এই আইডি এবং অন্য আইডি দিয়ে ও কম প্রশ্ন আর জিজ্ঞাসা করি নাই
# হুজুর বউ কে যদি কোন হুজুর এর তালা'''' নিয়ে কোন ভিডিও বা কোন বক্তব্যর লিংক / কোন হুজুর তালা""" নিয়ে কোন মাসালা বা ফাতয়া বলা কথা বা লেখিত কোন কথা /আমার সাথে কোন হুজুর এর এইসব নিয়ে বলা কথা ইত্যাদি যদি বউ কে দি (messenger এ) এখন সেইটা screenshoot /video ইত্যাদি হতে পারে কিন্ত এমন না যে আমার বউ কে আমি তালা'''' লেখে বা বলে মেসেজ করসি বা মেসেজ এ দিচি এমন তাও কিন্ত না তো এমতাবস্থায় ও তো হুজুর বিবাহিত সম্পর্কে কোন সমস্যা হবে না❓আমি আমার আগের কিছু সমস্যার সমাধান এর ও যখন উত্তর আমার mail এ আসে আপনাদের উত্তর পাওয়ার পরে ওইটার ও ভিডিও করে অনেক দিন পরে বা যখনি হোক বউকেও মেসেজ এ দি/send করি মানে screen video করে তারপরে বউকে দি এতে তো কোন সমস্যা নেই হুজুর যেহেতু প্রশ্ন আর উত্তর গুলার মধ্যে তালা''' এর কথা বা তালা'''' সংক্রান্ত কথা ও ছিলো তাই এইভাবে দেওয়ায় কোন রকম এর সমস্যা তো হয়নাই বিবাহিত সম্পর্কে উস্তাদ❓
# এই screenshoot টা বিয়ের আগে বউ কে দি হয়ত আপনারা এইখানে যে কথা গুলা বলসেন অইগুলা দেখাতে বা বুজাতে বা যেই কোন কারনেই হোক নে কেন দিচি তো আমার বিয়ের আগে যে আমার বউ কে দিচি এইটা তো এইখানে screenshot এর মধ্যে যে পরিবার,বিবাহ,তালা'''' এর কথা আছে তো এইভাবে বউকে screenshoot দেওয়ায় কোন সমস্যা তো হইনাই❓ তখন হয়ত কোন হুজুর কে জিজ্ঞাসা করসিলাম এইটা তা ঠিক মনে নাই।
উস্তাদ আপনারা ভরশা আশা করি সমাধান আর পরামর্শ দিবেন এই চিন্তা পরিহার করার। আসসালামু আলাইকুম।