আসসালামু আলাইকুম। হুজুর নিম্নবর্ণিত প্রশ্নের জবাব দেওয়ার অনুরোধ রইলো।
প্রশ্ন ১: রাসূল (সা) কোন জান্নাতে থাকবেন?
প্রশ্ন ২: রাসূল (সা) যে জান্নাতে যাবে কোনো সাধারণ মুমিন বান্দা কি সেই জান্নাতে স্থান পাবে?
প্রশ্ন ৩: কোনো সাধারণ মুমিন বান্দা কি ইবাদত ও আমলের মাধ্যমে কোনো আলেমের থেকে বড় জান্নাত পেতে পারে।
“যে ব্যক্তি কোরআন পাঠ করল, তিলাওয়াত করলো এবং মুখস্থ করল আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে তার বংশধর হতে এমন দশজনকে সুপারিশ করার সুযোগ দান করবেন যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল।”
প্রশ্ন ৪: এই হাদিসের সনদ কতটুকু সহীহ? যাদের উপর জাহান্নাম অবধারিত তাদের আরেকজনের আমলের জন্য কিভাবে জান্নাতে দেওয়া হবে? পরিবারের একজন সৎ মানুষের জন্য পরিবারের দশজন চোরকে ক্ষমা করা। তাহলে নিজস্ব আমলের প্রয়োজনীয়তা অর্থহীন মনে হচ্ছে। ব্যাখ্যা করার অনুরোধ রইলো।