আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার বাসা গাজীপুর কিন্তু পড়াশোনার কারণে আমি টাঙ্গাইলে থাকি। বিভিন্ন সময়ে ফিল্ড ওয়ার্কে আমাদের বিভিন্ন জেলা/বিভাগে যেতে হয়। এ ক্ষেত্রে কসরের দূরত্ব কি নিজ বাসা গাজীপুর থেকে ওই স্থান পর্যন্ত হিসেব করবো নাকি টাঙ্গাইল থেকে হিসাব করতে হবে?