আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
একজন মহিলা ২১ তারিখ রাত ৭টার দিকে হালকা রক্ত দেখতে পান।তিনি এটাকে হায়েজের রক্ত ধরে নেন।২২ তারিখ পুরো দিনে আর কোন রক্ত দেখেননি তাই গোসল করে নামাজ শুরু করেন।২৩ তারিখ বিকাল ৪ টার দিকে আবার রক্ত দেখেন। এবং এই বার ঠিকই হায়েজ ছিল। উল্লেখ্য উক্ত মহিলার বেশিরভাগ সময় হায়েজ ১০ দিন থাকে।
প্রশ্ন হলো তিনি তার হায়েজের শুরু কোনদিন থেকে গণনা করবেন?
২১ তারিখ থেকে নাকি ২৩ তারিখ থেকে?