১.কেউ কারো জিনিস চুরি করে বাজারে বিক্রি করে দেয়, এটা জানার পর মূল গৃহস্তকে জানানো উচিত হবে?
২.না জানালে কি গুনাহগার হবো?
৩. চুরির ব্যাপারে যে চুরি করেছে তাকে সর্তক করবো নাকি প্রথমে গৃহস্তকে জানাবো?(উল্লেখ্য :জানালে দুই পক্ষের মাঝে ঝগড়া বিবাদের খুব আশংকা আছে,যে চুরি করেছে তার সামাজিক অবস্থান ভালো, সমাজে মানহানির সম্ভাবনা বেশি আমি নিজের ক্ষতির আশংকা বোধ করছি)
উপরিউল্লেখিত বিষয়ে ইসলামের বিধান কি?