আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
49 views
in পবিত্রতা (Purity) by (48 points)
আসসালামু আলাইকুম
১.ফরজ গোসল করার পরে মনে হয়েছে কানের দুল নাড়া চাড়া করে পানি ঢালি নি তাহলে কি এই ফরজ গোসল হয় নি???

২.এর আগে প্রশ্ন করেছিলাম উত্তর লিংকে দেয়া হয়েছিল।কিন্তু আমার উত্তর অই লিংকে ছিল না।প্লিজ এবার লিংক দিবেন না।আমি ফরজ গোসলের জন্য উযু করছি তারপর মাথায় পানি ঢালছি তারপর দুই কাধে পানি ঢালছি তারপর গা ঘষাঘষি এবং পানি ঢালা অবস্থায় বায়ু নির্গত হয়।এমতাবস্থায় আমার ফরজ গোসল কি আবার শুরু থেকে করে উচিত ছিল???

৩.ছাদে কাপড় দিয়ে আসার পরে কেউ যদি তাদের কাপড় নাড়ার জন্য যায় এবং তাদের নাপাক ভেজা কাপড় ঝাড়া দিয়ে শুকাতে দেয়ার সময় যদি পানির ছিটা আমারে  কাপড়ের উপর পড়ে তাহলে কি আমার কাপড় নাপাক হবে??কিন্তু ছাদে কাপড় দিয়ে এসে তো সারাক্ষণ পাহাড়া দেয়া সম্ভব না যে কেউ নাপাক করে দিয়ে যাচ্ছে কিনা।করনীয় কি???

1 Answer

0 votes
by (63,210 points)
ওয়া ‘আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহু।
বিসমিল্লা-হির রহমা-নির রহীম।
জবাবঃ
https://ifatwa.info/26170/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে, 
গোসলের ফরয ১১টি।
(১) মুখ ধৌত করা।
(২) নাক ধৌত করা।
(৩) সমস্ত শরীর একবার ধৌত করা।
গোসলের ফরয সাধারনত এ তিনটিই। 

কেননা সমস্ত শরীরের মধ্যে পরবর্তী সবগুলাই ঢুকে গেছে।কিন্ত বিশেষ গুরুত্বের ধরুণ কোনো কোনো কিতাবে পৃথক পৃথক করে গননা করা হয়।
(৪) খতনাবিহীন ব্যক্তির পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া যদি খুলতে কষ্ট হয়,তবে তার ভেতরাংশ ধৌত করা।
(৫) নাভি ধৌত করা।
(৬) শরীরের এরূপ ছিদ্রে পানি পৌঁছানো, যা বুঁজে যায়নি।
(৭) পুরুষের চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো, এতে চুলের গোড়ায় পানি পৌঁছা বা না পৌঁছার কোন শর্ত নেই।তবে মহিলার চুলের গোড়ায় যদি পানি পৌঁছে, তাহলে মহিলার চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো ফরয নয়।
(৮) দাড়ির ভেতরস্থ চামড়া ধৌত করা।
(৯) গোঁফের ভেতরস্থ চামড়া ধৌত করা।
(১০) ভ্রুর ভেতরস্থ চামড়া ধৌত করা।
(১১) যোনি মুখবরনের বহিরাংশ ধৌত করা।

বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/229

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

১. সাধারনত ভালো ভাবে গোসলের সময় অধিকাংশ ক্ষেত্রে কানের দুলের ছিদ্রে এমনি এমনি পানি পৌঁছে যায়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে এমন ধারণা হলে আপনার ফরজ গোসল হয়ে যাবে। তবে পানি পৌঁছেছে কি না এ ব্যাপারে সন্দেহ হলে গোসলের পর ঐ ছিদ্রে আলাদা ভাবে পানি পৌঁছে দিলেও গোসল হয়ে যাবে।

২. ফরজ গোসল আদায় হয়ে যাবে। তবে অযু ভেঙ্গে যাবে। অর্থাৎ ভালো ভাবে গোসল করলে অযুও হয়ে যায় তবে সেই অযুটা আর থাকবে না। 
৩. প্রশ্নোক্ত ক্ষেত্রে সব কাপড় পাক হিসাবে ধরে নিবেন। কারণ শুধু সন্দেহের কারণে কোনো হুকুম আরোপিত হয় না। 
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সন্দেহ পরিত্যাগ করবেন। 

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (48 points)
১.নং প্রশ্ন অনুযায়ী কানের দুল নাড়া চাড়া না করার বিষয় মনে পড়ার পরে আর দুলের ছিদ্রে পানি না দিয়ে ওই ভাবেই নামাজ পড়েছি।এখন কি আবার সেই নামাজ গুলো পড়ে নিব?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...