بسم الله الرحمن الرحيم
জবাব,
https://ifatwa.info/45931/ নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكُوفِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، عَنْ شَبِيبِ بْنِ بِشْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَسْتَحْمِلُهُ فَلَمْ يَجِدْ عِنْدَهُ مَا يَتَحَمَّلُهُ فَدَلَّهُ عَلَى آخَرَ فَحَمَلَهُ . فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ " إِنَّ الدَّالَّ عَلَى الْخَيْرِ كَفَاعِلِهِ "
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একজন লোক এসে তার নিজের জন্য একটি বাহন চাইল। কিন্তু তাকে তিনি দেয়ার মতো কোন বাহন না পেয়ে তাকে অন্য এক লোকের নিকট পাঠিয়ে দিলেন। সেই ব্যক্তি তাকে একটি বাহন দিল। সে এ ঘটনাটি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললে তিনি বলেনঃ সৎকাজের পথপ্রদর্শক উক্ত কাজ সম্পাদনকারীর সমতুল্য।
হাসান সহীহঃ তিরমিজি ২৬৭০ সহীহাহ (১১৬০),
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
জ্বী আপনি অপনার তেলাওয়াতের সবিধার্তে উক্ত নকশা মুছে ফেলতে পারেন। এতে কোন সমস্যা নেই। তবে সর্বদা কুরআনের আদবের দিকে খেয়ালা রাখতে হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য উক্ত কুরআন হাদিয়া দেওয়া জায়েয আছে এবং আপনি হাদিয়া দেয়ার ছওয়াবও পাবেন, হাদিয়া গ্রহিতা সেই কুরআন দেখে তিলাওয়াত করলে তিলাওয়াতের ছওয়াবের অংশও পাবেন।