আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
53 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর দিন কারণ এটি আমাকে তাড়া করে ফিরছে। আমি সম্প্রতি জানতে পেরেছি যে গুগল এবং অ্যামাজন ইসরায়েলি সরকার এবং সামরিক বাহিনীর সাথে একটি চুক্তি করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ইসরায়েলি সরকার, প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্য ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং মেশিন লার্নিং সেবা প্রদান করা, যা আমার ফিলিস্তিনি ভাই-বোনদের বিরুদ্ধে ব্যাপক নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছে। তাহলে, গুগলের পণ্য যেমন Gmail অ্যাকাউন্ট,youtube, তাদের ব্রাউজার, তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করা কি হারাম? আমি একজন ডিজিটাল মার্কেটার, তাই আমাকে গুগলের অনেক পণ্য ব্যবহার করতে হয়। তবে আমি তাদের কোনো পেইড সার্ভিস ব্যবহার করব না এবং এক টাকাও তাদের দেব না। কিন্তু এসব সফটওয়্যার ব্যবহার করা কি গুগল/অ্যামাজনের মাধ্যমে আমার মুসলিম ভাই-বোনদের বিরুদ্ধে সাহায্য করা হয়? এটি কি আমার ঈমানের ওপর প্রভাব ফেলবে? অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর দিন, কারণ আমি রাতে ঘুমাতে পারছি না। আল্লাহ আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দিন।

1 Answer

0 votes
by (64,500 points)

বিসমিল্লা-হির রহমা-নির রহীম।

জবাবঃ

https://ifatwa.info/21403/  নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

সোশ্যাল মিডিয়া একমাত্র দ্বীনি প্রয়োজন এবং খবর প্রদান-প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। টাইমপাস বা উপভোগ বা ভিন্ন কোনো উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যাবে না। তাছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পূর্বে হারাম ও নাজায়েয জিনিষ থেকে বাঁচার উপায়গুলো জানতে হবে। এটা ওয়াজিব পর্যায়ের বিধান। সুতরাং কেউ যদি নাজায়েয ও হারাম থেকে বাঁচার উপায়গুলো জানতে না পারে ,তার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার জায়েয হবে না। হারাম থেকে বাঁচার উপায়গুলো না জেনে কেউ হঠাৎ যদি সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়, এবং হারামে লিপ্ত হয়, তাহলে এই হারামের গোনাহ তার অবশ্যই হবে।


বিশেষ জরুরত ছাড়া ছবি অঙ্কন করা বা ছবি তুলা হারাম। পাসপোর্ট বা শিক্ষা প্রতিষ্টান কিংবা চাকুরী ইত্যাদির জন্য ছবি তুলাকে ফুকাহায়ে কেরাম জায়েয বলেছেন। তাছাড়া দ্বীন প্রচারের স্বার্থে যদি কেউ ভার্চুয়াল জগতে কোনো একাউন্ট খুলে, তাহলে ভেরিফাইড একাউন্ট করার জন্য প্রুফাইল পিকচার হিসেবে দ্বীনদ্বারি ও নমনীয় ভঙ্গিমায় একটি ফটো দিতে পারে। এমনটাই অনেকে বলে থাকেন। অবশ্যই এ অনমতি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যথায় সকল প্রকার ছবিই হারামের অন্তর্ভুক্ত।

বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1912


ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যে ছবি আপলোড করি, তা নাজায়েয ও হারাম । শুধুমাত্র দ্বীনি প্রয়োজনে জায়েয হতে পারে। বিনা প্রয়োজনে কেউ ছবি আপলোড করলে, এবং এ ছবির কারণে কেউ ফিতনায় পতিত হলে, এর এক হিসসা গোনাহ উক্ত আপলোড কারীর উপর বর্তাবে।

বিশেষ জরুরত ব্যতিত বিপরীত লিঙ্গের কারো লিখায় লাইক কমেন্ট করা যাবে না। এবং বিশেষ জরুরত ব্যতিত কারো সাথে ইনবক্সে কথা বলা যাবে না। নন মাহরাম শায়খদের লেকচার শুনা যাবে। তবে অযথা তাদের কোনো পোষ্টে লাইক কমেন্ট করা যাবে না।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!


দ্বীন প্রচারের স্বার্থে ও ইসলামের প্রচার-প্রসারের জন্য Gmail অ্যাকাউন্ট, youtube ও ফেইসবুক ব্যবহার করা যাবে। তবে নিজে গোনাহে লিপ্ত হওয়া আশংকা থাকলে তখন জায়েজ হবে না।

ইজরাঈলী পণ্য বিক্রয় করা সম্পর্কে বিস্তারিত জানুন - https://ifatwa.info/100106/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...