আসসালামু আলাইকুম হুজুর। দয়া করে আমাকে ওসওয়াসা কোর্স করতে বলবেন না। শুধু মাত্র জানার জন্য প্রশ্ন করতেছি হুজুর। দয়া করুন। অনেক অশান্তি তে আছি। আর কোথাও প্রশ্ন করার সুযোগ নাই হুজুর।
#
আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে আমার হাসবেন্ড এর সাথে পরিচয় ছিল অল্প কয়েক দিনের। তখন আমরা তালাক নিয়ে আলোচনা করেছিলাম। তো একদিন সে আমাকে মজা করে বলেছিল যে, " আচ্ছা বিয়ের পরে তোমার তালাক নেয়ার দরকার হইলে তালাক নিও, আমাকে তালাক দিও". এমন টাইপ এর কিছু। আর কাবিন নামার ১৮ নং কলামে আমাকে বিয়ের অধিকার দেয় নাই। তাকে যখন কাজি কাবিন নামা পুরন করার সময় জিজ্ঞেস করলো, আমার জামাই ভাবতেছিলো যে দিবে কি দিবে না। কিন্ত সে নাকি কাজি কে বলেছে দিবে না আমাকে তালাকের অধিকার। আর তাই কাজি সেখানে লিখে দিয়েছেন" তালাকের অধিকার দেয়া হয় নাই". আর তার মনে নাকি আগে থেকেই ছিলো আমাকে এই অধিকার দিবে না কোনো সময় ই। এটা কি ইজাব কবুল এর আগে নাকি পরে করেছে কাজি, মনে নাই হুজুর।
১)- প্রশ্ন হলো : আমাকে যে বিয়ের আগে বলেছিলো যে, "যাও বিয়ে হইলে দরকার হইলে, তুমি তালাক নিয়ে নিও, আমাকে তালাক দিয়ে দিও"। এগুলা বলার কারনে কি আমি বিয়ের পরে এখন তালাকের অধিকার পাবো? যদিও কাবিন নামার ১৮ নং কলামে লিখা আমাকে দেয় নাই অধিকার। মানে বিয়ের দিন আমাকে অধিকার দেয় নাই। কাজি কেও না করেছে আমাকে অধিকার দিতে। কিন্তু আগে এমন কথা বলেছে আমার হাসবেন্ড আমাকে মজা করে। এখন আমি কি অধিকার পাবো কিনা?
২) বিয়ের আগে একদিন একটু প্রব্লেম হয়েছিল, তখন আমাকে বলেছিল আমার জামাই, " আমার মনে হয় না, আমাদের বিয়ে হইলেও বেশি দিন টিকবে, এখন ই যেই খারাপ অবস্থা "। তো বিয়ের আগে এই কথা বলার কারনে বিয়ের পরে কি আমাদের শর্ত যুক্ত কোনো তালাক হবে? বা কোনো প্রব্লেম হবে?
হুজুর মাফ করে দিবেন। দয়া করে ঊত্তর দিয়েন।