ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির রহীম
জবাব:-
بسم الله الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/73491/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
ফেকহী মাকালাত (আল্লামা
তাকী উসমানী দাঃবাঃ)-১/২৩৬ এ বর্ণিত রয়েছে।তথা সত্ত্বর ক্রয়-বিক্রয় এবং অন্যান্য সম্পত্তির
মত সত্ত্ব সংরক্ষিত কি না? সে সম্পর্কে বিশদভাবে
আলোচনা রয়েছে। আমি নিম্নে সারসংক্ষেপ
মূলক কিছু আলোচনা তুলে ধরছি।প্রয়জনে উক্ত কিতাবকে অধ্যয়ন করা যেতে পারে।
আবিস্কার এবং
প্রকাশনা সত্ত্বের ক্রয়-বিক্রয়:
আবিস্কার সত্ত্ব এমন একটি
সত্ত্বকে বলা হয়, যা প্রচলিত নিয়মানুসারে
কিংবা আইনগত দিক দিয়ে ওই ব্যক্তির অনুকূলে থাকে,যে ব্যক্তি নতুন কোনো
জিনিষ আবিস্কার করেছে বা কোনো জিনিষের নতুন আকৃতি বা রূপ দান করেছে।আর আবিস্কার সত্ত্বের
অর্থ হল,এককভাবে ওই ব্যক্তির জন্যই নিজের আবিস্কৃত জিনিষ বানানোর এবং
বাজারজাত করার অধিকার থাকবে।আবার কোনো কোনো সময় আবিস্কারক তার আবিস্কার সত্ত্ব অন্য
কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর সত্ত্ব ক্রয়কারী তখন আবিস্কারকের মত বাণিজ্যিক ভিত্তিতে
ওই জিনিষ প্রস্তুত করে থাকে।এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো কিতাব, বই লিখে কিংবা সংকলন করে,
তাহলে ওই কিতাব-বই, প্রকাশ-প্রচার ব্যবসায়িক ভিত্তিতে বাজারজাত করার অধিকার লেখক
বা সংখকলকের জন্য সংরক্ষিত থাকে।আবার কোনো কোনো সময় কিতাবের লেখক ওই সত্ত্ব অন্যের
কাছে বিক্রয় করে দিয়ে থাকে।আর ওই সময় ক্রেতা এই কিতাবের প্রকাশ-প্রচার এবং ব্যবসা-বাণিজ্য
করার সত্ত্বাধিকারী হয়ে যায়।যে অধিকার পূর্বে লেখকের ছিল,সেই অধিকার চলে আসে ক্রেতার নিয়ন্ত্রণে।
এ সম্পর্কে বিস্তারিত
জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1197কর্তৃপক্ষের অনুমতি
ছাড়া কোর্সের রেকর্ড অন্যকে দেয়া, এটি কর্তৃপক্ষকে ধোকা
দেয়া হবে।
হাদীস শরীফে এসেছে
عَنْ
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ
থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়,
সে আমার উম্মতের অন্তর্ভূক্ত
নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা,
হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম,
হাদীস নং-১৬৪, সুনানে দারেমী,
হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ,
হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
অন্য এক হাদীসে এসেছে,
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى
شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ
থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ,
হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী,
হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান,
হাদীস নং-৪০৩৯}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন/বোন!
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
কোর্সের রেকর্ড করা ও অন্যকে দেয়া,
এটি কর্তৃপক্ষকে ধোকা
দেয়া হবে। উত্তম হবে প্রয়োজনে আপনি নোট প্যাডে লিখে রাখরেন। পরবর্তীতে যেন দরকারে উক্ত নোট প্যাড থেকে
সহযোগিতা নিতে পারেন ইনশাআল্লাহ।